রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১০:২১ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ

হ্যাঁ, এলাকা আমার, খবর আমার, পত্রিকা আমার। সাফল্যের ২ বছর শেষে ৩ তম বছরে দৈনিক পার্বত্য কন্ঠ। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবচেয়ে বেশি স্থানীয় সংস্করন নিয়ে "দৈনিক পার্বত্য কন্ঠ" বিশ্লেষন আমাদের, সিদ্ধান্ত আপনার। দৈনিক পার্বত্য কন্ঠ পত্রিকায় শুন্য পদে সংবাদদাতা নিয়োগ চলছে। আপনার এলাকায় শুন্য পদ রয়েছে কিনা জানতে কল করুনঃ 01647627526 অথবা ইনবক্স করুন আমাদের পেইজে। ভিজিট করুনঃ parbattakantho.com দৈনিক পার্বত্য কন্ঠ। সত্য প্রকাশে সাহসী যোদ্ধা আমরা নতুন বাংলাদেশ গড়বো

খাগড়াছড়ির পাঁচ উপজেলায় আধাবেলা সড়ক অবরোধের ডাক দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট

স্টাফ রির্পোটারঃ

খাগড়াছড়ির পাঁচ উপজেলায় আধাবেলা সড়ক অবরোধের ডাক দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। সংগঠক অংথোয়াই মারমা ওরফে আগুন হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামীকাল রোববার এ কর্মসূচি  দেয়া হয়েছে।

আজ শনিবার দুপুরে ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা অবরোধের ঘোষণা দেন। এতে গুইমারা, মাটিরাঙ্গা, রামগড়, মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলায় সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক অবরোধ পারিত হবে বলে এক বিবৃতিতে জানান তিনি।

অবরোধ সফল করতে যানবাহন মালিক-চালক ও শ্রমিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে বিবৃতিতে। তবে জরুরি ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও শববাহী গাড়ি, জরুরি ওষুধ, সংবাদপত্র বহনকারী যান এবং সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে।

উল্লেখ্য, গতকাল শুক্রবার সকাল পৌনে ১০টার সময় গুইমারার দেওয়ান পাড়া এলাকার মিশন টিলা থেকে আগুনের মরদেহ উদ্ধার করেছে গুইমারা থানা পুলিশ। এসময় ঘটনাস্থলে একটি পিস্তল ও ৫ রাউন্ড গুলি পাওয়া যায়।

এ ঘটনার জের ধরে গতকাল শুক্রবার দুপুরে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের বাইল্যাছড়ি ও খাগড়াছড়ি-ফেনী সড়কের রামগড় উপজেলার দাতারাম এলাকায় দুটি মালবাহী ট্রাককে গতিরোধ করে আগুন ধরিয়ে দেয়া ইউপিডিএফ সমর্থকরা। মারধর করা হয় চালকদের। পরে ফায়ার সার্ভিস কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এম/এস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
এই পোর্টালের কোনো খেলা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ।
কারিগরি সহযোগিতায়: ইন্টাঃ আইটি বাজার
iitbazar.com