বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৬:১৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ

হ্যাঁ, এলাকা আমার, খবর আমার, পত্রিকা আমার। সাফল্যের ২ বছর শেষে ৩ তম বছরে দৈনিক পার্বত্য কন্ঠ। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবচেয়ে বেশি স্থানীয় সংস্করন নিয়ে "দৈনিক পার্বত্য কন্ঠ" বিশ্লেষন আমাদের, সিদ্ধান্ত আপনার। দৈনিক পার্বত্য কন্ঠ পত্রিকায় শুন্য পদে সংবাদদাতা নিয়োগ চলছে। আপনার এলাকায় শুন্য পদ রয়েছে কিনা জানতে কল করুনঃ 01647627526 অথবা ইনবক্স করুন আমাদের পেইজে। ভিজিট করুনঃ parbattakantho.com দৈনিক পার্বত্য কন্ঠ। সত্য প্রকাশে সাহসী যোদ্ধা আমরা নতুন বাংলাদেশ গড়বো

লংগদু উপজেলায় ১৪৪ ধারা জারি

মোঃ আলমগীর হোসেন, লংগদু (রাঙামাটি) প্রতিনিধিঃ
  • প্রকাশিত : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৭৩ জন পড়েছেন

লংগদু উপজেলায় আওয়ামীলীগ ও বিএনপি একইস্থানে, একইসময়ে কর্মসূচী ঘোষণা ১৪৪ধারা জারি করেছে উপজেলা প্রসাশন।

(২৯ আগষ্ট) সোমবার উপজেলার মাইনিমুখে আলাদা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দল দুটির নেতাকর্মীরা। এ অবস্থায় পরিস্থিতি মোকাবেলায় ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। ২৮ আগষ্ট রবিবার রাতে লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃফজলুর রহমান এক আদেশে ১৪৪ ধারা জারি করেন।

আদেশে বলা হয়েছে, আগামী ২৯ আগস্ট লংগদু উপজেলা সদর ও মাইনিমুখ এলাকায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পরিবহন ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি)’র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে লংগদু উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠণের উদ্যোগে বিক্ষোভ সমাবেশর প্রস্তুতি নিয়েছেন। অন্যদিকে একই স্থানে, একই তারিখে ও একই সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ লংগদু উপজেলা শাখার অঙ্গ ও সহযোগী সংগঠন এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করবেন বলে সংবাদ পাওয়া গেছে।

সেখানে আরো বলা হয়, একই স্থানে, একই তারিখে ও একই সময়ে বাংলাদেশের দুইটি বৃহত্তর রাজনৈতিক দলের ডাকা কর্মসূচির কারণে জনজীবনের অসুবিধা ও উপজেলার স্বাভাবিক শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার সমূহ সম্ভাবনা ও আশংকা রয়েছে। যেহেতু জনস্বার্থে অত্র লংগদু উপজেলায় শাস্তিপূর্ণ পরিবেশ অক্ষুণ্ণ রাখা অপরিহার্য এবং সেহেতু আগামী ২৯ আগস্ট সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত লংগদু সদর ও মাইনীমুখের আশেপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ, মিছিল মিটিং, লোক সমাগম এবং চার বা তার বেশি ব্যক্তির এক সঙ্গে চলাচল ও আইনশৃঙ্খলা পরপিন্থী সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলো। সেই সঙ্গে উক্ত এলাকায় ১৮৯৮ সালের ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হলো।

ইউএনও জানান, এ আদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী, জরুরি সেবা, স্বাভাবিক কাজে নিয়োজিত এবং আইনশৃঙ্খলা রক্ষার কাজে জড়িত ব্যক্তির জন্য প্রযোজ্য হবে না।

এম/এস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
এই পোর্টালের কোনো খেলা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ।
কারিগরি সহযোগিতায়: ইন্টাঃ আইটি বাজার
iitbazar.com