• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংকে হামলা: ১৮ নারীসহ ৫৩ কেএনএফ সন্ত্রাসীর রিমান্ড মঞ্জুর মানিকছড়িতে মোবাইল কোর্টে জরিমানা নতুন বাজার আনন্দ মেলা খেলার মাঠে গোলবার প্রদান করলেন কাপ্তাই সেনা জোন চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে সি আর মামলার ৭ আসামী গ্রেপ্তার পাইপ লাইনে ফাটল : ৩ দিন ধরে কেপিএম এ পানি সরবরাহ বন্ধ বাঘাইছড়িতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের শুভ উদ্বোধন কাপ্তাইয়ে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের দাফন সম্পন্ন রামগড়ে তথ্য গোপন করার চেয়ারম্যান প্রার্থী কংজঅং মার্মার মনোনয়ন পত্র বাতিল লামায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১২ ইউপি সদস্যদের অনাস্থা

গ্রেনেড হামলার প্রতিবাদে মাটিরাঙ্গা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

স্টাফ রির্পোটারঃ / ২৫৮ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ২১ আগস্ট, ২০২২

২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগ। রোববার (২১ আগষ্ট) বিকালের দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মাটিরাঙ্গা পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে মাটিরাঙা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. আবু তালেবের সঞ্চালনায় ও মাটিরাঙা উপজেলা ছাত্রলীগের সভাপতি তসলিম উদ্দিন রুবেল’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে মাটিরাঙা পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলাউদ্দিন লিটন, পৌর শ্রমিক লীগের আহবায়ক মো. জাহাঙ্গীর আলম ফরাজী ও পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ বক্তব্য রাখেন।

মাটিরাঙা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা প্রধান অতিথির বক্তব্যে বলেন, শেখ হাসিনাকে হত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগ সহ দেশের গণতন্ত্র সম্পুর্ণ রুপে হত্যা করাই তাদের মুল উদ্দেশ্য ছিল, বিএনপি জামাতের মদদে ২০০৪ সালের ২১ আগষ্ট শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা করা হয়েছিল। গ্রেনেড হামালার সাথে জড়িতদের বিচারের দাবিসহ বিএনপি-জামাতের দেশবিরোধী যে কোন ষড়যন্ত্র মোকাবেলায় ঔক্যবদ্ধভাবে সকলকে কাজ করতে আহবান জানান তিনি। মাটিরাঙ্গার শান্ত পরিবেশ কে অশান্ত করার চেষ্টা করলে সমুচিত জবাব দিতে আওয়ামী লীগ প্রস্তুুত আছে বলেও তিনি জানান।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: আলী হোসেন, পৌর যুবলীগের সভাপতি মো: মোশারফ হোসেন, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো: হারুন মিয়াসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ