শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০২:২০ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ

হ্যাঁ, এলাকা আমার, খবর আমার, পত্রিকা আমার। সাফল্যের ২ বছর শেষে ৩ তম বছরে দৈনিক পার্বত্য কন্ঠ। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবচেয়ে বেশি স্থানীয় সংস্করন নিয়ে "দৈনিক পার্বত্য কন্ঠ" বিশ্লেষন আমাদের, সিদ্ধান্ত আপনার। দৈনিক পার্বত্য কন্ঠ পত্রিকায় শুন্য পদে সংবাদদাতা নিয়োগ চলছে। আপনার এলাকায় শুন্য পদ রয়েছে কিনা জানতে কল করুনঃ 01647627526 অথবা ইনবক্স করুন আমাদের পেইজে। ভিজিট করুনঃ parbattakantho.com দৈনিক পার্বত্য কন্ঠ। সত্য প্রকাশে সাহসী যোদ্ধা আমরা নতুন বাংলাদেশ গড়বো

রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ১৫টি গরু জব্দ

মোঃ মাসুদ রানা রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
  • প্রকাশিত : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ৬৯ জন পড়েছেন

বাংলাদেশ-ভারত সীমান্তে অভিযান পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসা ১৫টি ভারতীয় গরু জব্দ করেছে রামগড় ৪৩ বিজিবি। বিজিবির সূত্রে জানা গেছে, সোমবার(৫আগস্ট)ভোর রাতে রামগড় ৪৩ বিজিবির আওতায়ধীন বাগানবাজার বিওপিতে কর্মরত সুবেদার মোঃ শাহ আলমের নেতৃত্বে বিজিবির একটি টহল দল ভূজপুর থানার অন্তর্গত বাগানবাজার বিওপি ফেনী নদীর কুল (রুহুল আমিনচর) নামক স্থান হতে মালিক-বিহীন ১০টি ভারতীয় গরু জব্দ করা হয়, জব্দকৃত গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় ৪লক্ষ ১৪ হাজার টাকা।

এসময়, ৪৩ বিজিবি এর অধীনস্থ মহামুনি বিওপিতে কর্মর্রত নায়েব সুবেদার আল-মামুন সিকদার এর নেতৃত্বে একটি টহল দল রামগড় থানার পাশ্ববর্তী মহামুনি বিওপির ফেনী নদীর কুল নামক স্থান হতে মালিক বিহীন ২টি ভারতীয় গরু জব্দ করে,যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লক্ষ টাকা।

এরপূর্বে বৃহস্পতিবার (৪ আগষ্ট) রামগড় ৪৩ বিজিবি এর আওতাধীন রামগড় বিওপিতে কর্মরত হাবিলদার একেএম বদরুল আলম এর নেতৃত্বে একটি টহল দল রামগড় পৌরসভাধীন ১নং ওয়ার্ড রামগড় বিওপি বল্টুরাম টিলা নামক স্থান হতে মালিক বিহীন ৩টি ভারতীয় গরু জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লক্ষ ১০ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানাগেছে, জব্দকৃত সর্বমোট ১৫টি গরু প্রয়োজনীয় কার্যক্রম শেষে সীতাকুন্ড কাস্টমসে হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

রামগড় ৪৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর মো. মনিরুজ্জামান জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি জোন অধীনস্থ সীমান্ত এলাকায় মাদক,গরু ও কাঠ পাচার সহ নানা ধরণের অপরাধ নির্মূলে ভবিষ্যতেও বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।

এম/এস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
এই পোর্টালের কোনো খেলা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ।
কারিগরি সহযোগিতায়: ইন্টাঃ আইটি বাজার
iitbazar.com