• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
বান্দরবানে জলবায়ু ধর্মঘট করেছে ইয়ুথনেট বান্দরবানে যৌথ অভিযানে গণগ্রেফতার ও হয়রানির প্রতিবাদে খাগড়াছড়িতে পিসিপির বিক্ষোভ মিছিল মানিকছড়িতে সাংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা অনুষ্ঠিত সামাজিক অনুষ্ঠানে প্রার্থীদের সবর উপস্থিতি অসাম্প্রদায়িক ও স্মার্ট জনপদ গড়ার অঙ্গীকার তীব্র দাবদাহ বিদ্যুৎ বিভ্রাট পোল্ট্রি খামারে হাঁসফাঁস অবস্থা! খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সম্মেলন ২০ এপ্রিল ব্যাংকে হামলা: ১৮ নারীসহ ৫৩ কেএনএফ সন্ত্রাসীর রিমান্ড মঞ্জুর মানিকছড়িতে মোবাইল কোর্টে জরিমানা নতুন বাজার আনন্দ মেলা খেলার মাঠে গোলবার প্রদান করলেন কাপ্তাই সেনা জোন চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে সি আর মামলার ৭ আসামী গ্রেপ্তার

লামায় টমটম দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত ৫

মোহাম্মদ রফিকুল ইসলাম, নিজস্ব সংবাদদাতা: / ১৮৪ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ৬ আগস্ট, ২০২২

লামায় পাহাড়ি রাস্তায় টমটম দুর্ঘটনায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত ও ৫ জন আহত হয়েছে। আজ শনিবার (০৬ আগস্ট) দুপুর ১২টায় চিকিৎসাধীন অবস্থায় চকরিয়া সরকারি হাসপাতালে স্কুল ছাত্রী তাসমিন আক্তার (১৬) মৃত্যুবরণ করেন।

সে পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের ডুমখালী ২নং ওয়ার্ডের আব্দু রহিম ও রুমা আক্তার এর মেয়ে। নিহত তাসমিন আক্তার মালুমঘাট আইডিয়াল স্কুলের ২০২২ সালের মানবিক বিভাগের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া অপর দুই মাদ্রাসার ছাত্রী হুমাইরা ও ফাতেমা আক্তার কে চট্টগ্রাম হাসপাতালে রেফার করা হয়েছে। বাকীদের পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, সকাল সাড়ে ১০টায় লামা-চকরিয়া সড়কের চকরিয়া থেকে লামা যাওয়ার পথে ইয়াংছা আর্মি ক্যাম্প সংলগ্ন বিপদজনক মোড়ে টমটমটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের গভীর খাদে পড়ে যায়। খাদে পড়ে টমটমটি দুমড়ে মুচড়ে যায় এবং ৫ যাত্রী ও ড্রাইভার সহ মোট ৬জন গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টায় তাসমিন আক্তার মারা যায়।

একজন নিহত ও ৫ জন আহতের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, পাহাড়ি রাস্তায় টমটম ও ইজি বাইক ব্যবহারে নিষেধ করা হলেও কিছু লোকজন আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে চলে আসে। নিহত মাদ্রাসা শিক্ষার্থী তাসমিন আক্তার এর লাশ চকরিয়া সরকারি হাসপাতালে মর্গে আছে। চকরিয়া থানা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ