• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:৪৮ অপরাহ্ন

পুলিশের ব্যারিকেড ভেঙ্গে খাগড়াছড়িতে বিএনপি’র সমাবেশ

স্টাফ রির্পোটারঃ / ২১৯ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২

খাগড়াছড়িতে পুলিশের ব্যারিকেড ভেঙ্গে সমাবেশে করেছে বিএনপি। ভোলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিম হত্যাকাণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়।
মঙ্গলবার(০২ আগষ্ট) সকাল ১১টায় বিএনপি’র কেন্দ্রীয় সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়ে আদালত সড়কের দিকে যেতে চাইলে পুলিশের বাঁধা দেয়। এ সময় পুলিশের সাথে ধাক্কা-ধাক্কি ও হাতাহাতির এক পর্যায়ে কয়েক দফা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে সমাবেশ করে নেতাকর্মীরা।
এর আগে বিএনপি’র বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে মিল্লাত চত্বরে সমবেত হতে থাকে।
সমাবেশে ওয়াদুদ ভূঁইয়া বলেন, অবৈধ সরকারের পতন ঘটিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিমসহ বিগত দিনে খুন ও গুম হওয়া নেতাকর্মীদের রক্তের ঋণ শোধ করা হবে। তিনি বলেন, ক্ষমতা চিরস্থায়ী না। যার নির্দেশে গুলি করা হয়েছে, সে গুলির হিসাব দিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি মংসাথোয়াই চৌধুরী, ক্ষেত্র মোহন রোয়াজা, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পদক আব্দুর রব রাজা, আবু তালেব, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাগর নোমান, ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন প্রমূখ।
এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ