• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
বান্দরবানে যৌথ অভিযানে গণগ্রেফতার ও হয়রানির প্রতিবাদে খাগড়াছড়িতে পিসিপির বিক্ষোভ মিছিল মানিকছড়িতে সাংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা অনুষ্ঠিত সামাজিক অনুষ্ঠানে প্রার্থীদের সবর উপস্থিতি অসাম্প্রদায়িক ও স্মার্ট জনপদ গড়ার অঙ্গীকার তীব্র দাবদাহ বিদ্যুৎ বিভ্রাট পোল্ট্রি খামারে হাঁসফাঁস অবস্থা! খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সম্মেলন ২০ এপ্রিল ব্যাংকে হামলা: ১৮ নারীসহ ৫৩ কেএনএফ সন্ত্রাসীর রিমান্ড মঞ্জুর মানিকছড়িতে মোবাইল কোর্টে জরিমানা নতুন বাজার আনন্দ মেলা খেলার মাঠে গোলবার প্রদান করলেন কাপ্তাই সেনা জোন চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে সি আর মামলার ৭ আসামী গ্রেপ্তার পাইপ লাইনে ফাটল : ৩ দিন ধরে কেপিএম এ পানি সরবরাহ বন্ধ

জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন

মোঃ আরিফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক মাটিরাঙ্গা: / ১৯৬ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ৪ জুন, ২০২২

জনশুমারি ও গৃহগণনা ২০২২ উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলার ০৫ নং বেলছড়ি ইউনিয়নের গণনাকারী ও সুপারভাইজারগণের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৫ থেকে ২১ জুন পর্যন্ত দেশব্যাপী চলবে দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২

শনিবার সকালে বেলছড়ি ইউনিয়ন পরিষদ হল রুমে জনশুমারি ও গৃহগণনা ২০২২ বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহ করার জন্য এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এসময় বেলছড়ি ইউনিয়ন সুপারভাইজার মোঃ আরিফুল ইসলাম এর সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করেন ০৫ নং বেলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রহমত উল্লাহ,চারদিন ব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণের প্রশিক্ষক জোনাল অফিসার, মাটিরাঙ্গা জোন -২ এইচ এম আমজাদ হোসেন।

প্রশিক্ষণে প্রধান অতিথি চেয়ারম্যান মোঃ রহমত উল্লাহ বলেন, জনশুমারি ও গৃহগণনার মাধ্যমে জাতীয় ও স্থানীয় পর্যায়ে পরিকল্পনা প্রণয়নে নিয়োজিত পরিকল্পনাবিদ, নীতিনির্ধারক, সরকারি -বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা, এনজিও এবং সর্বোপরি জনসাধারণের ব্যাবহারের জন্য আর্থসামাজিক, জনমিতিক, শিক্ষা, স্বাস্থ্য, বানিজ্য, স্থুল জাতীয় উৎপাদন, জাতীয় আয় নিরুপণসহ বিভিন্ন ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্য -উপাত্ত সংগ্রহ, সংকলন, বিশ্লেষন জনশুমারি ও গৃহগণনার সুপারভাইজার, গণনাকারীর মাধ্যমে ফুটে উঠবে তাই এই প্রশিক্ষণের মাধ্যমে সকল সুপারভাইজার, গণনাকারীদের ডিজিটাল ট্যাবের মাধ্যমে তথ্য সংগ্রহের দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের মেধার বিকাশ ঘটাতে হবে।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ