• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
মহালছড়িতে বৈসাবি ফুটবল টুর্নামেন্টে অংম্রাং ক্লাব চ্যাম্পিয়ন বান্দরবানে জলবায়ু ধর্মঘট করেছে ইয়ুথনেট বান্দরবানে যৌথ অভিযানে গণগ্রেফতার ও হয়রানির প্রতিবাদে খাগড়াছড়িতে পিসিপির বিক্ষোভ মিছিল মানিকছড়িতে সাংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা অনুষ্ঠিত সামাজিক অনুষ্ঠানে প্রার্থীদের সবর উপস্থিতি অসাম্প্রদায়িক ও স্মার্ট জনপদ গড়ার অঙ্গীকার তীব্র দাবদাহ বিদ্যুৎ বিভ্রাট পোল্ট্রি খামারে হাঁসফাঁস অবস্থা! খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সম্মেলন ২০ এপ্রিল ব্যাংকে হামলা: ১৮ নারীসহ ৫৩ কেএনএফ সন্ত্রাসীর রিমান্ড মঞ্জুর মানিকছড়িতে মোবাইল কোর্টে জরিমানা নতুন বাজার আনন্দ মেলা খেলার মাঠে গোলবার প্রদান করলেন কাপ্তাই সেনা জোন

লামায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা

মোহাম্মদ রফিকুল ইসলাম, নিজস্ব সংবাদদাতা, লামা / ২৪৫ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

“জ্বালো জ্বালো আগুন জ্বালো, খুনি সন্তু লারমার গদিতে আগুন জ্বালো একসাথে” স্লোগানে মুখরিত লামা বাজারের রাজপথ। বান্দরবান জেলার রুমা সেনা জোনের নিরাপত্তায় নিয়োজিত দেশ প্রেমিক সেনাবাহিনীর টহল দলের উপর পার্বত্য চট্টগ্রাম চুক্তি ভঙ্গ করে খুনি সন্তু লারমার জেএসএস (মূল) স্বশস্ত্র সন্ত্রাসীদের হামলায় সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানসহ নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) লামা উপজেলা ও পৌর শাখা। ০৮ ফেব্রুয়ারী ২০২২ইং মঙ্গলবার বেলা ১১টায় লামা উপজেলা পরিষদ সম্মুখে প্রধান সড়ক এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন লামা পিসিএনপি সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী মুজিবুর রহমান।

আরো উপস্থিত আছেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রিক কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রিক কমিটির প্রচার প্রকাশনা সম্পাদক ও বান্দরবান জেলা কমিটির সহ-সভাপতি রুহুল আমিন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ লামা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান সহ প্রমূখ।

প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল লামা বাজারের বলে বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে আইন শৃঙ্খলা বজায় রাখতে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে অর্ধশত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ