• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সম্মেলন ২০ এপ্রিল ব্যাংকে হামলা: ১৮ নারীসহ ৫৩ কেএনএফ সন্ত্রাসীর রিমান্ড মঞ্জুর মানিকছড়িতে মোবাইল কোর্টে জরিমানা নতুন বাজার আনন্দ মেলা খেলার মাঠে গোলবার প্রদান করলেন কাপ্তাই সেনা জোন চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে সি আর মামলার ৭ আসামী গ্রেপ্তার পাইপ লাইনে ফাটল : ৩ দিন ধরে কেপিএম এ পানি সরবরাহ বন্ধ বাঘাইছড়িতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের শুভ উদ্বোধন কাপ্তাইয়ে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের দাফন সম্পন্ন রামগড়ে তথ্য গোপন করার চেয়ারম্যান প্রার্থী কংজঅং মার্মার মনোনয়ন পত্র বাতিল

নানিয়ারচরে ক্যাপ্টেন গাজি হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামী আটক

মাহাদী বিন সুলতান, নানিয়ারচর প্রতিনিধি: / ১৮৭ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২

রাঙামাটির নানিয়ারচরে ক্যাপ্টেন গাজি হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামী ও ইউপিডিএফ (প্রসিত বিকাশ খীসা গ্রুপ) এক সদস্যকে আটক করা হয়েছে। ঘাগড়া আর্মি ক্যাম্প কর্তৃক অভিযান চালিয়ে এই অস্ত্রধারীকে আটক করা হয়।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) নানিয়ারচর উপজেলার হাজাছড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে যৌথ বাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করে জ্ঞানময় চাকমা জিতু (৫২) কে আটক করা হয়।

অভিযানে অপর তিনজন কে আটক করা হলেও খোঁজ নিয়ে জানা যায় তারা সাধারণ বাসিন্দা। পরে তাদেরকে ছড়ে দেয় যৌথ বাহিনীর সদস্যরা। এর আগে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে জ্ঞানময় চাকমার সাথে থাকা বাকি সদস্যরা পালিয়ে যায়।

এসময় একটি দেশীয় শর্টগান, একটি মেগাফোন, তার ব্যবহৃত ৩টি মোবাইল ফোন, জাতিয় পরিচয় পত্র ও গুরুত্বপূর্ণ কিছু নথি পাওয়া যায়।

জ্ঞানময় চাকমার নামে নানিয়ারচর থানায় পেনাল কোড ১৮৬০ এর ৩০৪/৬ ধারায় একটি মামলা রয়েছে। এছাড়াও ২০১৮ সালে লংগদু থানায় ৩৫৫/১৮ এর ৩০২/৩৪ ধারায়ও একটি মামলা রয়েছে।

বিশেষ সূত্রে জানা যায়, জ্ঞানময় চাকমা খুন, গুম ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত। ২০০৬ সাল থেকে পলাতক থেকে সে এসব অপকর্ম এবং ইউপিডিএফ এর কেন্দ্রীয় দপ্তর পরিচালক হিসেবে দায়িত্বপালন করে আসছে। জ্ঞানময় অস্ত্রসহ জেএসএস থেকে পালিয়ে ইউপিডিএফ প্রসিত গ্রুপে যোগদান করেছে বলেও স্থানীয়সূত্রে জানা যায়।

এবিষয়ে নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ সুজন হালদারের কাছে জানতে চাইলে তিনি জানান, দেশীয় অস্ত্রসহ এক ইউপিডিএফ সদস্য আটক হয়েছে। এনিয়ে মামলা প্রক্রিয়াধীন আছে। আগামীকাল সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ