• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
মহালছড়িতে বৈসাবি ফুটবল টুর্নামেন্টে অংম্রাং ক্লাব চ্যাম্পিয়ন বান্দরবানে জলবায়ু ধর্মঘট করেছে ইয়ুথনেট বান্দরবানে যৌথ অভিযানে গণগ্রেফতার ও হয়রানির প্রতিবাদে খাগড়াছড়িতে পিসিপির বিক্ষোভ মিছিল মানিকছড়িতে সাংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা অনুষ্ঠিত সামাজিক অনুষ্ঠানে প্রার্থীদের সবর উপস্থিতি অসাম্প্রদায়িক ও স্মার্ট জনপদ গড়ার অঙ্গীকার তীব্র দাবদাহ বিদ্যুৎ বিভ্রাট পোল্ট্রি খামারে হাঁসফাঁস অবস্থা! খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সম্মেলন ২০ এপ্রিল ব্যাংকে হামলা: ১৮ নারীসহ ৫৩ কেএনএফ সন্ত্রাসীর রিমান্ড মঞ্জুর মানিকছড়িতে মোবাইল কোর্টে জরিমানা নতুন বাজার আনন্দ মেলা খেলার মাঠে গোলবার প্রদান করলেন কাপ্তাই সেনা জোন

নানিয়ারচরে ৪৩তম বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন

মাহাদী বিন সুলতান, নানিয়ারচর প্রতিনিধি: / ৩২৭ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

স্মার্ট ফোনে আসক্তি; পড়াশোনায় ক্ষতি এই প্রতিপাদ্যে ৪৩তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২১ উপলক্ষ্যে নানিয়ারচরে সেমিনার, বিজ্ঞান বক্তৃতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ৪৩তম বিজ্ঞান মেলার উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা।

মেলায় নানিয়ারচর সরকারি কলেজ, ঘিলাছড়ি উচ্চ বিদ্যালয়, নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, জাহানাতলী উচ্চ বিদ্যালয় ও গাইন্দ্যাছড়ি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষার্থীরা এসময় বায়ু শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন, আধুনিক গ্রাম, স্বয়ংক্রিয়ভাবে আলো উদ্ভাবন ও ভূমিকম্পের এলার্টসহ বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী বিষয়ে প্রকল্প প্রদর্শণ করে। এসময় অতিথিবৃন্দ প্রকল্প সমুহ পরিদর্শন করেন এবং বিচারকগণ মেলায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের প্রকল্পসমুহ মুল্যায়ণ করেন।

মেলা পরিদর্শন শেষে নির্বাহী অফিসার শিউলী রহমান তিন্নীর সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে বিজ্ঞান বক্তৃতা প্রতিযোগিতা ও সেমিনার অনুষ্ঠিত হয়। পরে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত্বাবধানে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুর জামাল হাওলাদার, থানার ওসি সুজন হালদার, নানিয়ারচর সরকারি কলেজ প্রভাষক উত্তম কুমার ও রিসোর্স সেন্টার অফিসার মোঃ সরওয়ার কামাল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ