• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
মহালছড়িতে বৈসাবি ফুটবল টুর্নামেন্টে অংম্রাং ক্লাব চ্যাম্পিয়ন বান্দরবানে জলবায়ু ধর্মঘট করেছে ইয়ুথনেট বান্দরবানে যৌথ অভিযানে গণগ্রেফতার ও হয়রানির প্রতিবাদে খাগড়াছড়িতে পিসিপির বিক্ষোভ মিছিল মানিকছড়িতে সাংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা অনুষ্ঠিত সামাজিক অনুষ্ঠানে প্রার্থীদের সবর উপস্থিতি অসাম্প্রদায়িক ও স্মার্ট জনপদ গড়ার অঙ্গীকার তীব্র দাবদাহ বিদ্যুৎ বিভ্রাট পোল্ট্রি খামারে হাঁসফাঁস অবস্থা! খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সম্মেলন ২০ এপ্রিল ব্যাংকে হামলা: ১৮ নারীসহ ৫৩ কেএনএফ সন্ত্রাসীর রিমান্ড মঞ্জুর মানিকছড়িতে মোবাইল কোর্টে জরিমানা নতুন বাজার আনন্দ মেলা খেলার মাঠে গোলবার প্রদান করলেন কাপ্তাই সেনা জোন

সুদমুক্ত জাগরণী সপ্তাহ উপলক্ষে নানিয়ারচরে ক্ষুদ্রঋণ বিতরণ

নানিয়ারচর প্রতিনিধি: / ৩৫৯ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সুদমুক্ত ক্ষুদ্রঋণ জাগরণী সপ্তাহ (১৪-২১শে ডিসেম্বর) উপলক্ষে রাঙামাটির নানিয়ারচরে ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ‘‘বঙ্গবন্ধুর উদ্ভাবন, ক্ষুদ্রঋণে দারিদ্র বিমোচন’’ এবারের এই প্রতিপাদ্যে জাগরণী সপ্তাহ পালিত হচ্ছে।

মঙ্গলবার সকালে উপজেলা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা।

উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক, ভাইস চেয়ারম্যান মোঃ নুর জামাল হদাওলাদার, জেলা কার্যালয়ের সহকারী সমাজসেবা সহকারী পরিচালক রুপনা চাকমা, নানিয়ারচর থানার ওসি সুজন হালদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ আব্দুল ওহাব হাওলাদার ও উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আব্দুর রশিদ প্রমূখ।

উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭৪সালে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রকল্প চালু করেছেন। আপনারা যে যেই স্ক্রিমে ক্ষুদ্রঋণ নিবেন সে সেই কাজেই এই ঋণের টাকা বিনয়োগ করবেন। তবেই আপনারা স্বাবলম্বী হবেন।

এসময় ২টি কর্মদলের ১৭জন ঋণ গ্রহীতার মাঝে ৫লক্ষ টাকা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ