• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
মহালছড়িতে বৈসাবি ফুটবল টুর্নামেন্টে অংম্রাং ক্লাব চ্যাম্পিয়ন বান্দরবানে জলবায়ু ধর্মঘট করেছে ইয়ুথনেট বান্দরবানে যৌথ অভিযানে গণগ্রেফতার ও হয়রানির প্রতিবাদে খাগড়াছড়িতে পিসিপির বিক্ষোভ মিছিল মানিকছড়িতে সাংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা অনুষ্ঠিত সামাজিক অনুষ্ঠানে প্রার্থীদের সবর উপস্থিতি অসাম্প্রদায়িক ও স্মার্ট জনপদ গড়ার অঙ্গীকার তীব্র দাবদাহ বিদ্যুৎ বিভ্রাট পোল্ট্রি খামারে হাঁসফাঁস অবস্থা! খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সম্মেলন ২০ এপ্রিল ব্যাংকে হামলা: ১৮ নারীসহ ৫৩ কেএনএফ সন্ত্রাসীর রিমান্ড মঞ্জুর মানিকছড়িতে মোবাইল কোর্টে জরিমানা নতুন বাজার আনন্দ মেলা খেলার মাঠে গোলবার প্রদান করলেন কাপ্তাই সেনা জোন

শান্তিচুক্তির ২৪তম বর্ষপূর্তি উপলক্ষে নানিয়ারচরে নৌকাবাইচ প্রতিযোগিতা

নানিয়ারচর প্রতিনিধি: / ৩৩৬ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

পার্বত্য শান্তিচুক্তির ২৪তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে রাঙামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে ও নানিয়ারচর জোনের আয়োজনে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে নানিয়ারচর জোনের আয়োজনে উপজেলা পরিষদ সংলগ্ন কাপ্তাই লেকের মাইসছড়ি বিলের পাড়ে বেলুন ও পায়রা উড়িয়ে নৌকা বাইচের শুভ উদ্বোধন করেন, নানিয়ারচরের কৃতিসন্তান ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোঃ ইফতেকুর রহমান (পিএসসি), নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এসএম রুবাইয়াত হুসাইন পিএসসি, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা ও উপজেলা নির্বাহি অফিসার শিউলি রহমান তিন্নী।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, নানিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুর জামাল হাওলাদার, থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ সুজন হালদার, নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ আব্দুল ওহাব হাওলাদার ও যুগ্ম সাধারণ সম্পাদক এড. দর্শন চাকমা ঝন্টু প্রমূখ।

এসময় নিখিল কুমার বলেন, শান্তিচুক্তির ২৪বছরে আজ পাহাড়ি বাঙ্গালি আমরা যেভাবে একে অপরের কাছে এসেছি, ভবিষ্যৎ এ যেন আমরা আরো কাছে যেতে পারি। আজ পাহাড়ি বাঙ্গালি মিলে যেভাবে নৌকা বাইচে অংশগ্রহণ করেছে এটা শান্তি ও সম্পৃতির জন্য দৃষ্টান্তস্বরূপ।

তিনি এসময় সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে বসবাস ও উন্নয়নে সামিল হওয়ার আহ্বান জানান।

শান্তি চুক্তির ২যুগ পূর্তি উপলক্ষে এবারের নৌকা বাইচ প্রতিযোগিতায় ১৬টি দল অংশগ্রহণ করে। এতে মেরুন রংয়ের পতাকা বহনকারী নানিয়ারচর উপজেলা পরিষদ দল প্রথম স্থান, অফ হোয়াইট রং নিয়ে পুরাতন বাজার (বি) দিত্বীয় স্থান এবং জলপাই রং এর পতাকা নিয়ে গোলসাছড়ি দল তৃতীয় স্থান অধিকার করে। নৌকা বাইচ শেষে অতিথিগন বিজয়ীদের মাঝে পুরষ্কার হাতে তুলে দেন।

নৌকা বাইচ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে তৃতীয় পুরষ্কার ১০হাজার টাকা, দিত্বীয় পুরষ্কার ১৫হাজার টাকা ও প্রথম পুরষ্কার ২০হাজার টাকা প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ