• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম
রামগড় উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ পেলেন যারা কেএনএফের সংশ্লিষ্টতার সন্দেহে ছাত্রলীগের সভাপতি সহ ৭ জন কারাগারে অবৈধ দখলদার হতে ময়লা ডাম্পিং ও সেড নির্মাণের জায়গা উদ্ধারে মানববন্ধন কাপ্তাই উপজেলা সদরে হাঁসের খামারে ধরা পড়লো ১৪ ফুট লম্বা অজগর : কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত  কাপ্তাই লেকে পানি স্বল্পতায় কাপ্তাই-  বিলাইছড়ি নৌ রুটে  নৌ চলাচল ব্যাহত বান্দরবানের রুমায় সেনা অভিযানে কেএনএ সন্ত্রাসী নিহত খাগড়াছড়ি জেলা পু‌লিশের সকল স্ত‌রে শ্রেষ্ঠ হয়েছে মাটিরাঙ্গা সা‌র্কেল ও থানা কাপ্তাইয়ে উপকারভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ  গোয়ালন্দে গণহত্যাকাণ্ডে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন মানিকছড়িতপ ইয়ুথ দলের অভিজ্ঞতা বিনিময় ত্রৈমাসিক সভা অনুষ্টিত

শান্তিপূর্ণভাবে মহালছড়িতে ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক: / ২৭২ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

শান্তিপূর্ণভাবে মহালছড়ি উপজেলার ৪ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। রোববার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলবে। জানা যায়, এবারে ৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থীর মধ্যে একজন প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। বাকি ৩ ইউনিয়নে আরও ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া ওই ইউনিয়নগুলোতে সংরক্ষিত নারী আসনে ৬ জন ও সাধারণ সদস্য পদে ১৯ জন প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হওয়ার পর সংরক্ষিত নারী আসনে ২০ জন ও সাধারণ সদস্য পদে ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই সঙ্গে ৪ ইউনিয়নের ৩৬টি ভোটকেন্দ্র হওয়ার কথা থাকলেও প্রার্থী না থাকায় ৬ কেন্দ্রে ভোট হচ্ছে না। ৩০টি ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা ২৯ হাজার ৯২২ জন। সরেজমিনে মুবাছড়ি ইউনিয়নে সিঙিনালা উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও সিঙিনালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটারদের ব্যাপক উপস্থিতি রয়েছে। এই ইউনিয়নে ৬টি ভোটকেন্দ্রের সংরক্ষিত নারী আসনে ও সাধারণ সদস্য পদের প্রার্থীরা বিনা ভোটে নির্বাচিত হওয়ায় শুধুমাত্র চেয়ারম্যান পদের পছন্দের প্রার্থীকে একটি ব্যালটের মাধ্যমে ভোট দিচ্ছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সুসমিকা চাকমা বলেন, ভোটগ্রহণের সকল প্রস্তুতি সুচারুরূপে সম্পন্ন হয়। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত পুলিশ, আনসার ও ভিডিপি মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের সহিংসতা এড়াতে বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ