মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০৩:০৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ

সাফল্যের ২ বছর শেষে ৩ তম বছরে দৈনিক পার্বত্য কন্ঠ। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবচেয়ে বেশি স্থানীয় সংস্করন নিয়ে "দৈনিক পার্বত্য কন্ঠ" বিশ্লেষন আমাদের, সিদ্ধান্ত আপনার। দৈনিক পার্বত্য কন্ঠ পত্রিকায় শুন্য পদে সংবাদদাতা নিয়োগ চলছে। আপনার এলাকায় শুন্য পদ রয়েছে কিনা জানতে কল করুনঃ 01647627526 অথবা ইনবক্স করুন আমাদের পেইজে। ভিজিট করুনঃ parbattakantho.com দৈনিক পার্বত্য কন্ঠ। সত্য প্রকাশে সাহসী যোদ্ধা আমরা নতুন বাংলাদেশ গড়বো

মান্দায় ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

আপেল মাহমুদ:

নওগাঁর মান্দা উপজেলার ১৪টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে ১৪০টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয়েছে বিকেল ৪টায়। উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩জন আওয়ামী লীগ মনোনীত এবং ১১ জন স্বতন্ত্র প্রার্থী বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভারশোঁ ইউপির মুস্তাফিজুর রহমান (নৌকা),ভালাইন ইউপির
গোলাম মোস্তফা মন্ডল (স্বতন্ত্র) ঘোড়া, পরানপুর ইউপির মাহফুজুর রহমান (নৌকা), মান্দা সদর ইউপির তোফাজ্জল হোসেন (স্বতন্ত্র) চশমা,গনেশপুর ইউপির শফিকুল ইসলাম চৌধুরী বাবুল (স্বতন্ত্র) আনারস,মৈমন ইউপির
আনিছুর রহমান (স্বতন্ত্র) মটর সাইকেল, প্রসাদপুর ইউপির আব্দুল মতিন মন্ডল(স্বতন্ত্র) ঘৌড়া, কুসুম্বা ইউপির নওফেল আলী মন্ডল (স্বতন্ত্র) মটর সাইকেল, তেঁতুলিয়া ইউপির
এস এম মখলেছুর রহমান (স্বতন্ত্র) চশমা, লুরুল্যাবাদ ইউপির ইয়াসিন আলী প্রামানিক (স্বতন্ত্র) চশমা, কালিকাপুর ইউপির আশরাফুল ইসলাম (স্বতন্ত্র) মোটর সাইকেল, কাঁশোপাড়া ইউপির আব্দুস ছালাম (স্বতন্ত্র) আনারস, কশব ইউপির ফজলুর রহমান (নৌকা), বিষ্ণুপুর ইউপির এস.এম গোলাম আজম (স্বতন্ত্র) আনারস বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

দিনব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কেন্দ্রগুলোতে আনসার, ভিডিপি ও পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি দায়িত্ব পালন করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
এই পোর্টালের কোনো খেলা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ।
কারিগরি সহযোগিতায়: ইন্টাঃ আইটি বাজার
iitbazar.com