• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ডেন্টাল বিভাগ চালু করেছে ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লংগদু বান্দরবানে ট্রাক লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি সাজেকে চিকিৎসা সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে উপজেলা নির্বাচনে প্রচারণা তুঙ্গে, সদ্য দায়িত্ব ছেড়ে যাওয়ারা নির্ভার! রামগড় উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ পেলেন যারা কেএনএফের সংশ্লিষ্টতার সন্দেহে ছাত্রলীগের সভাপতি সহ ৭ জন কারাগারে অবৈধ দখলদার হতে ময়লা ডাম্পিং ও সেড নির্মাণের জায়গা উদ্ধারে মানববন্ধন কাপ্তাই উপজেলা সদরে হাঁসের খামারে ধরা পড়লো ১৪ ফুট লম্বা অজগর : কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত  কাপ্তাই লেকে পানি স্বল্পতায় কাপ্তাই-  বিলাইছড়ি নৌ রুটে  নৌ চলাচল ব্যাহত বান্দরবানের রুমায় সেনা অভিযানে কেএনএ সন্ত্রাসী নিহত

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারে ভাসতে থাকা ১৪ জেলেকে জীবিত উদ্ধার-নৌ বাহিনী

হ্যাপী করিম (মহেশখালী) কক্সবাজার: / ৩৭৫ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

গভীর বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ৮ দিন ধরে ভাসমান একটি মাছ ধরার ট্রলার থেকে ১৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী, কক্সবাজার উপকূল থেকে ১৪০ কিলোমিটার দূরে থেকে জেলেদের উদ্ধার করেছেন। বাংলাদেশ নৌবাহিনী শুক্রবার (২৬ নভেম্বর) নৌবাহিনীর জাহাজ অনুসন্ধান ভাসমান অবস্থায় ‘এফবি মরিয়ম’ নামক ফিশিং বোটটি ১৪ জন জেলেসহ উদ্ধার করে। রোববার (২৮ নভেম্বর) বিকেলে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা দুর্জয়’ উদ্ধার জেলেদের চট্টগ্রামে বোটের মালিকের ছেলের নিকট হস্তান্তর করে।
নৌবাহিনী এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাগরে ইঞ্জিন বিকল হয়ে মাছ ধরার একটি ফিশিং বোটটি ১৪ জন জেলে নিয়ে আট দিন ধরে সাগরে ভাসছিল।
উদ্ধার জেলেরা হলেন- মনির আহমেদ (মাঝি), নবাব মিয়া (নৌকার মালিকের ছেলে), সাইফুদ্দিন, সালামুতুল্লাহ, কাসেম, শাহাদৎ হোসেন, সালাউদ্দিন, আব্দুর রহিম, করিম, রবি আলম, রাসেল, আনসার, সেলিম এবং জব্বার। তারা সবাই মহেশখালী উপজেলার বাসিন্দা।
নৌ-বাহিনী জানায়, গত ১৬ নভেম্বর ১৪ জন জেলেসহ ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যায়। পথিমধ্যে বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এবং ভাসমান অবস্থায় আট দিন সমুদ্রে অবস্থান করে।
পরবর্তীতে সাগরে টহলে নিয়োজিত থাকা নৌবাহিনী জাহাজ অনুসন্ধান শুরু করে। এরপর গত শুক্রবার নৌবাহিনী জাহাজ অনুসন্ধান ‘এফ ভি মরিয়ম’ নামের ফিশিং বোটটিকে জেলেসহ উদ্ধার করে।
নৌ সদস্যরা উদ্ধারকৃত জেলেদের জরুরি ভিত্তিতে প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাদ্য ও পানি সরবরাহ করে। পরে রোববার বিকেলে বানৌজা দুর্জয় তাদেরকে চট্টগ্রামে বোটের মালিকের ছেলের নিকট হস্তান্তর করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ