রবিবার, ২৮ মে ২০২৩, ০১:২৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ

সাফল্যের ২ বছর শেষে ৩ তম বছরে দৈনিক পার্বত্য কন্ঠ। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবচেয়ে বেশি স্থানীয় সংস্করন নিয়ে "দৈনিক পার্বত্য কন্ঠ" বিশ্লেষন আমাদের, সিদ্ধান্ত আপনার। দৈনিক পার্বত্য কন্ঠ পত্রিকায় শুন্য পদে সংবাদদাতা নিয়োগ চলছে। আপনার এলাকায় শুন্য পদ রয়েছে কিনা জানতে কল করুনঃ 01647627526 অথবা ইনবক্স করুন আমাদের পেইজে। ভিজিট করুনঃ parbattakantho.com দৈনিক পার্বত্য কন্ঠ। সত্য প্রকাশে সাহসী যোদ্ধা আমরা নতুন বাংলাদেশ গড়বো

ইউপিডিএফ আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার

নানিয়ারচর প্রতিনিধি:

যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে অস্ত্র ও গোলাবারুদসহ বিভিন্ন সরাঞ্জাম উদ্ধার করেছে নানিয়ারচর জোন।

শুক্রবার ভোর চারটায় গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটি সদর উলজেলার আওতাধীন বন্ধুকভাঙ্গা এলাকার ত্রিপুরাপাড়ায় যৌথ অভিযান চালিয়ে অস্ত্র গোলাবারুদসহ বিভিন্ন সরাঞ্জাম উদ্ধার করা হয়।

সফল এই অভিযানে ৭.৬২ মি:মি একে-৪৭, ম‍্যাগাজিনসহ ১৮ রাউন্ড এ‍্যামুনেশন, একটি ৭.৬৫ মি:মি অটোমেটিক পিস্তল (চায়না) ম‍্যাগাজিনসহ ২ রাউন্ড এ‍্যামুনেশন, একটি দেশি এলজি,২রাউন্ড কার্তুজ, একটি ওয়াকিটকি ৩টি ইউপিডিএফ মূল দল এর পোশাক, একটি কালো ব‍্যাগ, একটি রাইজিং স্টার ম‍্যাগাজিন, একটি সীম দ্বারা পরিচালিত ল‍্যান্ড ফোন, দুইটি মোবাইল ফোন, তিনটি চাদা আদায় বই, দুইটি ডায়েরী, চারটি জাতীয় পরিচয় পত্র, নগদ দুই লক্ষ ঊনপঞ্চাশ হাজার একশত আঠার টাকাসহ আটত্রিশটি দেশি-বিদেশী মুদ্রা উদ্ধার করা হয়েছে।

এদিকে নানিয়ারচর সেনা সূত্র থেকে জানা গেছে, এই অভিযান পার্বত‍্য চট্টগ্রামের আঞ্চলিক সন্ত্রাসী দলগুলোর সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে একটি সফল অভিযান এবং পার্বত‍্য চট্টগ্রামের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী এ ধরনের অভিযান অব‍্যাহত রাখবে।

এদিকে ২৬শে ডিসেম্বর সামনে নির্বাচনকে অস্থিরতা সৃষ্টির জন‍্য পাহাড়ে সন্ত্রাসীরা অস্ত্র ও গোলাবারুদ মজুদ করে যাচ্ছে। অন‍্যদিকে স্থানীয়রা জোর দাবি পাহাড়ে ধারাবাহিকভাবে যৌথ অভিযান চলমান রাখতে হবে। নতুবা আবারো ঝরতে পারে রক্ত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
এই পোর্টালের কোনো খেলা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ।
কারিগরি সহযোগিতায়: ইন্টাঃ আইটি বাজার
iitbazar.com