• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
বান্দরবানে জলবায়ু ধর্মঘট করেছে ইয়ুথনেট বান্দরবানে যৌথ অভিযানে গণগ্রেফতার ও হয়রানির প্রতিবাদে খাগড়াছড়িতে পিসিপির বিক্ষোভ মিছিল মানিকছড়িতে সাংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা অনুষ্ঠিত সামাজিক অনুষ্ঠানে প্রার্থীদের সবর উপস্থিতি অসাম্প্রদায়িক ও স্মার্ট জনপদ গড়ার অঙ্গীকার তীব্র দাবদাহ বিদ্যুৎ বিভ্রাট পোল্ট্রি খামারে হাঁসফাঁস অবস্থা! খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সম্মেলন ২০ এপ্রিল ব্যাংকে হামলা: ১৮ নারীসহ ৫৩ কেএনএফ সন্ত্রাসীর রিমান্ড মঞ্জুর মানিকছড়িতে মোবাইল কোর্টে জরিমানা নতুন বাজার আনন্দ মেলা খেলার মাঠে গোলবার প্রদান করলেন কাপ্তাই সেনা জোন চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে সি আর মামলার ৭ আসামী গ্রেপ্তার

কৃষি অবকাঠামোগত টেকসই উন্নয়নে শীর্ষক আলোচনা সভা

হ্যাপী করিম (মহেশখালী) কক্সবাজার: / ৪৯৭ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ২২ নভেম্বর, ২০২১

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কৃষি খাতে অর্থনীতির এই অভূতপূর্ব গ্রামীণ কৃষি অবকাঠামোগত উন্নয়নে টেকসইকরণে। গত ১৯ শে নভেম্বর শুক্রবার বিকালে কক্সবাজার হোটেল লং বীচ কনফারেন্স হল কক্ষে জেলা ও উপজেলা কর্মকর্তাদের সহিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে চট্টগ্রাম অঞ্চল অতিরিক্ত পরিচালক মোঃ মন্জুরুল হুদা সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন… কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মহাপরিচালক কৃষিবিদ মো. আসাদুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকার হর্টিকালচার উইংয়ের পরিচালক কৃষিবিদ দিলরুবা আকতার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন…,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কক্সবাজার জেলার উপপরিচালক কৃষিবিদ ড. মোহাম্মদ এখলাস উদ্দিন’সহ ডিজি, ডিএই এন্ড ডিএই, ডব্লিউএফপি, ইউএনআইসিইএফ’র কর্মকর্তা’রা উপস্থিত ছিলেন।
উপকূলীয় জেলা হিসেবে প্রাকৃতিক দুর্যোগগুলোও নিয়মিত মোকাবিলা করতে হয় এই জেলার বাসিন্দাদের। জলাশয়ের আধিক্যের কারণে জেলাটি কৃষি অবকাঠামোগত সেচ নালা উন্নয়নের দিক থেকেও পিছিয়ে রয়েছে। এছাড়া তিনি কৃষি সম্প্রসারণ সেবার মান উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশণা প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কক্সবাজার জেলার উপপরিচালক কৃষিবিদ ড. মোহাম্মদ এখলাস উদ্দিন বলেন জেলায় প্রয়োজনীয় জনবলের ঘাটতি, দূর্গম যাতায়াত ব্যবস্থাসহ বিভিন্ন প্রতিকুলতা সত্বেও সার্বিক কৃষি উন্নয়নে ডিএইর মাঠ পর্যায়ের সম্প্রসারণ কর্মীগন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সভায় কৃষি সম্প্রসাণ অধিদপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তারা সেচ নালা কৃষি পল্লী অবকাঠামো উন্নয়নে ডব্লিউএফপি’র সার্বিক সহযোগিতা চান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ