• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম
রুমায় তুমুল গোলাগুলি আতঙ্ক, হতাহতের শঙ্কা বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা সম্মেলন অনুষ্ঠিত মহালছড়িতে বৈসাবি ফুটবল টুর্নামেন্টে অংম্রাং ক্লাব চ্যাম্পিয়ন বান্দরবানে জলবায়ু ধর্মঘট করেছে ইয়ুথনেট বান্দরবানে যৌথ অভিযানে গণগ্রেফতার ও হয়রানির প্রতিবাদে খাগড়াছড়িতে পিসিপির বিক্ষোভ মিছিল মানিকছড়িতে সাংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা অনুষ্ঠিত সামাজিক অনুষ্ঠানে প্রার্থীদের সবর উপস্থিতি অসাম্প্রদায়িক ও স্মার্ট জনপদ গড়ার অঙ্গীকার তীব্র দাবদাহ বিদ্যুৎ বিভ্রাট পোল্ট্রি খামারে হাঁসফাঁস অবস্থা! খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সম্মেলন ২০ এপ্রিল ব্যাংকে হামলা: ১৮ নারীসহ ৫৩ কেএনএফ সন্ত্রাসীর রিমান্ড মঞ্জুর

বেলছড়ি-গোমতির একমাত্র সংযোগসড়ক নদীগর্বে বিলীন

নিজস্ব প্রতিবেদক: / ২০৬ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

মাটিরাঙ্গা উপজেলাধীন বেলছড়ি থেকে গোমতি যাতায়াতের মধ্যবর্তীস্থান মধ্যগড়গড়িয়া গোমতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে প্রবল নদী ভাঙ্গনের ফলে একমাত্র সংযোগসড়ক গোমতি নদীতে বিলীন হয়ে পরে।

দীর্ঘদিন যাবৎ বর্ষার পানির চাপে নদী ভাঙ্গনের ফলে বর্তমানে যাতায়াতের সংযোগসড়কটি প্রায় ৮৫ শতাংশ ভেঙ্গে যাওয়ায় ঝুঁকি নিয়ে যাতায়াত করছে বিভিন্ন যানবাহন। দূর্ঘটনার আশংঙ্খা থাকা সত্বেও ঝুঁকি নিয়ে যাতায়াত করছে মোটরসাইকেল ও সিএনজিগুলো । তবে ট্রাক ও পিকআপসহ বড় ধরনের সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

বর্তমানে স্থানীয় কৃষকদের উৎপাদিত কৃষিপন্য সামগ্রী বাজারজাতকরণসহ চাষের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি সরবরাহ করতেও দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী।

সরেজমিনে গেলে গোমতি বি কে উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম জানান, অনেক দিন পার হলেও ভাঙ্গা রাস্তাটির উন্নয়নে এখনও কোনো পদক্ষেপ গ্রহন করা হয়নি ।এমতাবস্থায় শিক্ষার্থীরা চলাচল করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং বিদ্যালয়ে আসা-যাওয়ার সমস্যা হচ্ছে।জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দরা এই রাস্তাটির উন্নয়নে কাজ করার আশ্বাস দিলেও অদ্যবদি তা বাস্তবায়ন হয়নি।

এ বিষয়ে স্থানীয় প্রাক্তন মেম্বার মোঃ শাহজাহান সিরাজ বলেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও এলজিইডি মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী ও জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী সরোজমিনের এসে সড়কটি পরিদর্শন করেছেন। তারা বলেছেন শীঘ্রই উন্নয়নের কাজ করা হবে আশ্বাস দিলেও অদ্যবদি কোন কাজ হয়নি। তিনি জেলা, উপজেলাসহ সরকারী দায়িত্বশীল বিভাগের যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ