বুধবার, ০৭ জুন ২০২৩, ০৯:৫৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ

সাফল্যের ২ বছর শেষে ৩ তম বছরে দৈনিক পার্বত্য কন্ঠ। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবচেয়ে বেশি স্থানীয় সংস্করন নিয়ে "দৈনিক পার্বত্য কন্ঠ" বিশ্লেষন আমাদের, সিদ্ধান্ত আপনার। দৈনিক পার্বত্য কন্ঠ পত্রিকায় শুন্য পদে সংবাদদাতা নিয়োগ চলছে। আপনার এলাকায় শুন্য পদ রয়েছে কিনা জানতে কল করুনঃ 01647627526 অথবা ইনবক্স করুন আমাদের পেইজে। ভিজিট করুনঃ parbattakantho.com দৈনিক পার্বত্য কন্ঠ। সত্য প্রকাশে সাহসী যোদ্ধা আমরা নতুন বাংলাদেশ গড়বো

রাঙামাটিতে মাদকসেবীদের হামলায় এক শিশু আহত

শাহ আলম, নিজস্ব প্রতিনিধি (রাঙ্গামাটি):

রাঙামাটিতে চিহ্নিত মাদকসেবীদের হামলায় মো. সৌরভ (১০) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে পৌরসভার ১নং ওয়ার্ডের পুরান বস্তি এলাকায়। আহত সৌরভ ওই এলাকার মো. জয়নাল আবেদী ‘র ছেলে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সৌরভকে উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় আহত সৌরভের মা নাসরিন আক্তার বাদী হয়ে স্থানীয় মাদকসেবী মৃত আবু সৈয়দের ছেলে মো. কাউছার ও মো. তৈয়ব আলীর ছেলে মুক্তার হোসেনকে আসামী করে রাঙামাটি কোতয়ালী থানায়
একটি মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণে জানাযায়, গত ১৮/১০/২১ ইং সোমবার দুপুরে সৌরভ মসজিদে যোগরের নামাজ পড়তে যাওয়ার সময় দেখতে পায় মো. কাউছার ও মুক্তার হোসেন মসজিদের নারিকেল গাছ থেকে নারিকেল চুরি করছে। বিষয়টি মসজিদ পরিচালনা কমিটির সদস্য মো. আব্দুল গফুরকে অবগত করলে সে ওদের কাছ থেকে নারিকেল গুলো উদ্ধার করেন এবং সতর্ক করে দেন। তখন অভিযুক্ত ২জন মো. সৌরভকে প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়। ১৯/১০/২১খ্রিঃ মঙ্গলবার রাতে এশার নামাজ শেষে বাসায় ফেরার পথে মো. কাউছার ও মুক্তার হোসেন তার কয়েকজন সহযোগীসহ সৌরভের উপর হামলা করে এবং তাকে মৃত ভেবে জঙ্গলে ফেলে রেখে চলে যায়। এদিকে সৌরভ বাড়িতে না ফেরার বাড়ির লোকজন তাকে খুজতে বের হলে মুমুর্ষ অবস্থায় জঙ্গলে খুজে পায় এবং সাথে সাথে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

এবিষয়ে মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাঙামাটি কোতয়ালী থানার এসআই খায়ের এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- বিষয়টি নিয়ে ইতিমধ্যে ৩০৭/৩২৫/৩২৬ ধারায় মামলা হয়েছে। আমরা আসামীদের আটকের জন্য অভিযান পরিচালনা করেছি। কিন্তু আসামিদের আটক করতে পারি নাই। আসামীদের আটক করতে আমাদের চেষ্টা অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
এই পোর্টালের কোনো খেলা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ।
কারিগরি সহযোগিতায়: ইন্টাঃ আইটি বাজার
iitbazar.com