• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
রামগড় উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ পেলেন যারা কেএনএফের সংশ্লিষ্টতার সন্দেহে ছাত্রলীগের সভাপতি সহ ৭ জন কারাগারে অবৈধ দখলদার হতে ময়লা ডাম্পিং ও সেড নির্মাণের জায়গা উদ্ধারে মানববন্ধন কাপ্তাই উপজেলা সদরে হাঁসের খামারে ধরা পড়লো ১৪ ফুট লম্বা অজগর : কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত  কাপ্তাই লেকে পানি স্বল্পতায় কাপ্তাই-  বিলাইছড়ি নৌ রুটে  নৌ চলাচল ব্যাহত বান্দরবানের রুমায় সেনা অভিযানে কেএনএ সন্ত্রাসী নিহত খাগড়াছড়ি জেলা পু‌লিশের সকল স্ত‌রে শ্রেষ্ঠ হয়েছে মাটিরাঙ্গা সা‌র্কেল ও থানা কাপ্তাইয়ে উপকারভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ  গোয়ালন্দে গণহত্যাকাণ্ডে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন মানিকছড়িতপ ইয়ুথ দলের অভিজ্ঞতা বিনিময় ত্রৈমাসিক সভা অনুষ্টিত

জেলা প্রশাসক মিজানুর রহমানের সাথে রাঙামাটি ই-কমার্স ফোরামের সৌজন্য সাক্ষাৎ

শাহ আলম, নিজস্ব প্রতিনিধি (রাঙ্গামাটি): / ৫১৪ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

রাঙ্গামাটি জেলা প্রশাসক মো: মিজানুর রহমান’র সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন রাঙামাটি ই-কমার্স ফোরাম।

আজ রবিবার (২ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি ই-কমার্স ফোরামের প্রতিষ্ঠাতা ও এডমিন সানজিদা এলির নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক মিজানুর রহমানের সাথে এ সৌজন্য সাক্ষাৎ করেন।

রাঙামাটি ই-কমার্স ফোরামের অগ্রযাত্রা ও সাফল্য এবং ফোরামের ভবিষ্যৎ পরিকল্পনাসহ নানা বিষয়ে অবগত ও সহযোগিতার লক্ষে রাঙামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান নিকট এ সৌজন্য সাক্ষাৎ করা হয় বলে জানান, ফোরামের প্রতিষ্ঠাতা ও এডমিন সানজিদা এলি। তিনি ফোরামের ভবিষ্যৎ পরিকল্পনা অবহিত করেন এবং উদ্যোক্তাদের উন্নয়নে বিভিন্ন বিষয়ে সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎকালে জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান বলেন, রাঙামাটি ই-কমার্স ফোরাম স্থানীয়ভাবে উদ্যোক্তা সৃষ্টিতে ভূমিকা রাখছে। এটি একটি ইতিবাচক দিক। পার্বত্য অঞ্চলের উদ্যোক্তা উন্নয়নের জন্য সকল প্রকার সহযোগিতা করবে জেলা প্রশাসন। তিনি রাঙামাটি ই-কমার্স ফোরামের সাফল্য কামনা করেন।

এসময় রাঙামাটি ই-কমার্স ফোরাম (রেফ)’র এডমিন প্যানেলের মডারেটর সুবর্ণ তুংকা, মরিয়ম আক্তার, সিলভিইসলাম, লাবণ্য চাকমা, জান্নাতুন নূর, বোধিয়াচাকমা, মা শোয়েখ্যা, তিতলি নন্দীসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য: পার্বত্য চট্টগ্রামে উদ্যোক্তাদের উদ্যোক্তা উন্নয়ন ও অনলাইনমার্কেট সৃষ্টির লক্ষে গঠিত রাঙামাটি ই-কমার্স ফোরাম৷ যার ফেসবুক গ্রুপের বর্তমান সদস্য সংখ্যা ৩৭০০০ হাজার। এসব সদস্যদের অধিকাংশই কেউ ক্রেতা এবং কেউ বিক্রেতা। এই গ্রুপে বিক্রয় লাখ টাকা ছাড়িয়েছে এমন উদ্যোক্তা সংখ্যা কমপক্ষে ১৫ জন। রাঙামাটি ই-কমার্স ফোরাম (রেফ)’র মাধ্যমে প্রতি মাসে আয়োজন করা হয় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ। যার মাধ্যমে নব উদ্যোক্তারা প্রশিক্ষণ নিয়ে নিজেকে সম্মৃদ্ধ করতে সহায়ক হচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ