• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ডেন্টাল বিভাগ চালু করেছে ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লংগদু বান্দরবানে ট্রাক লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি সাজেকে চিকিৎসা সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে উপজেলা নির্বাচনে প্রচারণা তুঙ্গে, সদ্য দায়িত্ব ছেড়ে যাওয়ারা নির্ভার! রামগড় উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ পেলেন যারা কেএনএফের সংশ্লিষ্টতার সন্দেহে ছাত্রলীগের সভাপতি সহ ৭ জন কারাগারে অবৈধ দখলদার হতে ময়লা ডাম্পিং ও সেড নির্মাণের জায়গা উদ্ধারে মানববন্ধন কাপ্তাই উপজেলা সদরে হাঁসের খামারে ধরা পড়লো ১৪ ফুট লম্বা অজগর : কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত  কাপ্তাই লেকে পানি স্বল্পতায় কাপ্তাই-  বিলাইছড়ি নৌ রুটে  নৌ চলাচল ব্যাহত বান্দরবানের রুমায় সেনা অভিযানে কেএনএ সন্ত্রাসী নিহত

গোয়ালন্দে ওয়ার্কার্স পাটির মানবন্ধন

আবুল হোসেন,রাজাবাড়ী প্রতিনিধি : / ৩৪৬ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলা কোর্ট চত্ত্বর এলাকায় স্থাপিত বিআইডব্লিউটিসি’র ওজন স্কেলটি স্থানান্তর ও মহাসড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার বিকেল ৫টায় মহাসড়কের গোয়ালন্দ উপজেলা জামতলা এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে ওয়ার্কার্স পার্টি। ওয়ার্কার্স পার্টির গোয়ালন্দ উপজেলা শাখার সম্পাদক সুকুমার মন্ডলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ওয়ার্কার্স পার্টির নেতা ও গোয়ালন্দ পৌরসভার সাবেক কাউন্সিলর কুদ্দুস আলম মোল্লা, জাতীয় শ্রমিক ফেডারেশনের গোয়ালন্দ উপজেলা শাখার আহ্বায়ক মজিবর প্রামানিক, মৎস্যজীবী লীগের গোয়ালন্দ উপজেলার আহ্বায়ক আহাদ হোসেন বাবলু, জামতলা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন বিশ্বাস, উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক সিরাজুল ইসলাম হিরু প্রমূখ।

বক্তারা বলেন, এখানে অপরিকল্পিতভাবে ওজন স্কেল স্থাপনের কারণে প্রতিনিয়ত যানজট লেগে থাকে। এতে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী রোগীদের ঠিকমতো প্রবেশ কিংবা বাহিরের ক্ষেত্রে ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হয়। এছাড়া সরু মহাসড়কের কারণে উপজেলা কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন সরকারি বেসরকারি কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, বাজারসহ বিভিন্ন পর্যায়ে যাতায়াতের জন্য সাধারণ মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। এ ছাড়া মহাসড়কের গোয়ালন্দ এলাকার দুই পাশ সংস্কারের নামে দীর্ঘদিন ধরে জড়াজীর্ণ অবস্থায় ফেলে রাখা হয়েছে। আমরা দ্রুত স্কেলটি নিরাপদ কোন স্থানে স্থানান্তর ও মহাসড়ক দ্রুত সংস্কারের দাবী জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ