খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হালিম শাহরিয়ার মোল্লার মাতা ও গোমতি ইউনিয়ন বিএনপির সভাপতি ফজল ভূইয়ার বড় বোন রেজিয়া বেগম আজ মৃত্যুবরণ করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন )
রেজিয়া বেগম, আজ (২৩ জুলাই ২০২১), রোজ শক্রুবার, বিকাল ৫.৩০ ঘটিকার সময় নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ০১ মেয়ে, ০৪ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
সাবেক এমপি ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি জনাব ওয়াদুদ ভূইয়া, মাটিরাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের এই নেতার মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ।
তিনি বলেন, একজন সহযোদ্ধার মায়ের মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টকর। আমি তার মৃত্যুতে গভীর শোক ভারাক্রান্ত। মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি ও শোকাবহ পরিবারবর্গ ও আত্মীয় স্বজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাকে জান্নাতবাসী করুণ।