শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৫:৪১ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ

সাফল্যের ২ বছর শেষে ৩ তম বছরে দৈনিক পার্বত্য কন্ঠ। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবচেয়ে বেশি স্থানীয় সংস্করন নিয়ে "দৈনিক পার্বত্য কন্ঠ" বিশ্লেষন আমাদের, সিদ্ধান্ত আপনার। দৈনিক পার্বত্য কন্ঠ পত্রিকায় শুন্য পদে সংবাদদাতা নিয়োগ চলছে। আপনার এলাকায় শুন্য পদ রয়েছে কিনা জানতে কল করুনঃ 01647627526 অথবা ইনবক্স করুন আমাদের পেইজে। ভিজিট করুনঃ parbattakantho.com দৈনিক পার্বত্য কন্ঠ। সত্য প্রকাশে সাহসী যোদ্ধা আমরা নতুন বাংলাদেশ গড়বো

চান্দিনায় রোড ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাত আটক

আলিফ মাহমুদ কায়সার কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লা জেলা পুলিশ সুপারের নির্দেশনায়, সহকারী পুলিশ সুপার দাউদকান্দি সার্কেল সিনিয়র অফিসার জুয়েল রানার বিশেষ উদ্যোগে চান্দিনা থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন মহাম্মদ ইলিয়াস ও এস আই ইকবাল বাহার সঙ্গীয় অফিসার এর সহায়তায় মঙ্গলবার (১৩ জুলাই) রাত ২:৪৫ মিনিটে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে চান্দিনা উপজেলার ৫ নং কেরনখাল ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ সদস্যকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ।
আটককৃত ডাকাত দলের সদস্যরা হলেন- দেবিদ্বার উপজেলার সুরপুর গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে আলম(২৮ ),একই উপজেলার মানিকচড় গ্রামের ইব্রাহীম খলিলের ছেলে মোশারফ হোসেন (২৪),দেবিদ্বার উপজেলার আতাপুর গ্রামের এরশাদের ছেলে জাকির (২৮), চাঁদপুর সদরের খলিশাঢুলী এলাকার মৃত সিদ্দিক আলীর ছেলে খলিলুর রহমান (৫০)।
এ সময় তাদের কাছ থেকে১টি হাসুয়া, ০২টি ছোরা, ০১টি শাবল, ০২টি লোহার রড উদ্ধার করা হয়।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ(ওসি) শামসুদ্দিন ইলিয়াস আটকের বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান চান্দিনা থানাধীন ৫নং কেরনখাল ইউপির ছয়ঘরিয়া স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা গামী লেনের দক্ষিন পাশে থাকা মেসার্স বাদল ট্রেডার্স এর পশ্চিম পাশে খালি জায়গায় হতে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাতের ৪ সদস্যকে আটক করা হয়।
এর মধ্যে আলমগীর, সাইফুল, সুমন,শামীম, বাশার নামে ৫/৬ অজ্ঞাত ডাকাত পলাতক রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামিদের বরাত দিয়ে তিনি জানান, আটকরা আন্তজেলা ডাকাত দলের সদস্য।
আটক আসামিদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে
তদন্তভার এস.আই নোমান হোসেন এর কাছে অর্পন করা হয়।পলাতক আসামীদের গ্রেফতার অভিযান অব্যহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
এই পোর্টালের কোনো খেলা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ।
কারিগরি সহযোগিতায়: ইন্টাঃ আইটি বাজার
iitbazar.com