শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০২:৫৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ

হ্যাঁ, এলাকা আমার, খবর আমার, পত্রিকা আমার। সাফল্যের ২ বছর শেষে ৩ তম বছরে দৈনিক পার্বত্য কন্ঠ। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবচেয়ে বেশি স্থানীয় সংস্করন নিয়ে "দৈনিক পার্বত্য কন্ঠ" বিশ্লেষন আমাদের, সিদ্ধান্ত আপনার। দৈনিক পার্বত্য কন্ঠ পত্রিকায় শুন্য পদে সংবাদদাতা নিয়োগ চলছে। আপনার এলাকায় শুন্য পদ রয়েছে কিনা জানতে কল করুনঃ 01647627526 অথবা ইনবক্স করুন আমাদের পেইজে। ভিজিট করুনঃ parbattakantho.com দৈনিক পার্বত্য কন্ঠ। সত্য প্রকাশে সাহসী যোদ্ধা আমরা নতুন বাংলাদেশ গড়বো

সংহতি’র মাগুরার আমুড়িয়া গ্রামে রমজানের খাদ্য সহায়তা প্রদান

মাগুরা সংবাদদাতা
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৩৭৭ জন পড়েছেন

সামাজিক দায়বদ্ধতার সংগঠন “সংহতি” কর্তৃক আজ ১২ এপ্রিল সোমবার মাগুরা সদর উপজেলার আমুড়িয়া গ্রামে ৫০ জন হতদরিদ্র ও বয়স্কদের মাঝে রমজানের বিশেষ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। “সংহতি” সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চার জন বন্ধুর একটি সামাজিক দায়বদ্ধতার সংগঠন ও এর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘অন্যের জন্য বাঁচো’। উদ্যোক্তাদের মধ্যে রয়েছে মোহাম্মদ সালেহ মাহমুদ, শিক্ষক রাজশাহী বিশ্ববিদ্যালয়, তাহমিনা সুলতানা, স্বত্বাধিকারী টুগেদার ক্রিয়েশন, সোহেলা মুনতাসীর, শিক্ষক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং উন্নয়নকর্মী ওসমান গণি। উল্লেখ্য বিভিন্ন সময়ে “সংহতি” সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে থেকে বিভিন্ন সহায়তা প্রদান করে থাকে। এবারের লকডাউন, কোভিড ও রমজানকে সামনে রেখে মাগুরার আমুড়িয়া গ্রামে বয়স্ক ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে চাল, ডাল, তেল, ছোলা, খেজুর, মুড়ি, লবণ, চিনি ও চিড়া খাবার সহায়তা হিসেবে বিতরণ করা হয়। উক্ত বিতরণ কর্মসূচি পরিচালনা করেছেন ফেরদৌস রেজা , মাছুম, আল আমিন ও নিয়াজ মোর্শেদ ডাবলু। এ প্রসঙ্গে সংহতির অন্যতম সদস্য তাহমিনা সুলতানা মনে করেন “সবারই উচিত নিজ গ্রামের পিছিয়ে পড়া মানুষের জন্য সাধ্যমত সহায়তা করা, সুবিধাবঞ্চিত মানুষের জন্য আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। খাদ্য সহায়তা নিতে আসা বয়স্ক নারী সালে খাতুন বলেন ” এই সময় এমন সহায়তা পেয়ে আমাদের অনেক উপকার হলো, তাছাড়া আমাদের বাড়ি রোজগার করে খাওয়ানোর মতো কেউ নাই।” খাদ্য সামগ্রী বিতরণ শেষে সবাই সংহতির সদস্যদের জন্য অন্তর থেকে দোয়া করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
এই পোর্টালের কোনো খেলা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ।
কারিগরি সহযোগিতায়: ইন্টাঃ আইটি বাজার
iitbazar.com