শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৪:৩৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ

হ্যাঁ, এলাকা আমার, খবর আমার, পত্রিকা আমার। সাফল্যের ২ বছর শেষে ৩ তম বছরে দৈনিক পার্বত্য কন্ঠ। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবচেয়ে বেশি স্থানীয় সংস্করন নিয়ে "দৈনিক পার্বত্য কন্ঠ" বিশ্লেষন আমাদের, সিদ্ধান্ত আপনার। দৈনিক পার্বত্য কন্ঠ পত্রিকায় শুন্য পদে সংবাদদাতা নিয়োগ চলছে। আপনার এলাকায় শুন্য পদ রয়েছে কিনা জানতে কল করুনঃ 01647627526 অথবা ইনবক্স করুন আমাদের পেইজে। ভিজিট করুনঃ parbattakantho.com দৈনিক পার্বত্য কন্ঠ। সত্য প্রকাশে সাহসী যোদ্ধা আমরা নতুন বাংলাদেশ গড়বো

মাটিরাঙ্গা বনজদ্রব্য আহরন ও সরবরাহকারী সঃ সঃ লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচনী কার্যক্রম চলছে

অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি: 
  • প্রকাশিত : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ৪০৬ জন পড়েছেন

মাটিরাঙ্গা বনজদ্রব্য আহরন ও সরবরাহকারী সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠানের কার্যক্রম চলছে। ত্রি-বার্ষিক নির্বাচন/২০২০ এর তফসীল ঘোষনার পর সমিতির বিভিন্ন পদে প্রতিদ্বন্ধীতা করতে প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ পর রবিবার (১৩ ডিসেম্বর ২০২০) যাচাই-বাছাই শেষে প্রার্থীরা স্ব-স্ব পদে লড়াইয়ে প্রচারনার মাধ্যমে নিজেদের প্রার্থীতা জানান দেন।
আগামী ০৭ জানুয়ারি ২০২১ তারিখে অনুষ্ঠিতব্য নির্বাচনে এবার সভাপতি পদে প্রতিদ্বন্ধিতায় রয়েছেন মোঃ আমান উল্লাহ ভূঁইয়া ও এস কে আলী এবং সহ-সভাপতি পদে প্রতিদ্বন্ধিতা করছেন মোঃ অলি উল্ল্যাহ ও মোঃ নাসির আহাম্মদ। এছাড়াও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করছেন মোঃ আব্দুল খালেক ও মোঃ ছেরাজুল হক। অন্যদিকে কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্ধিতা করছেন মোঃ আব্দুল মমিন, মোঃ মোর্শেদ মিয়া (মুছা), মোঃ সিরাজ মিয়া ও মোঃ তামজিদ হোসেন।
উল্লেখ্য যে, খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলাধীন “মাটিরাঙ্গা বনজ দ্রব্য আহরন ও সরবারাহকারী সমবায় সমিতি লিঃ” এর আগামী ০৭/০১/২০২১ তারিখে অনুষ্ঠিতব্য ব্যবস্থাপনা কমিটির নির্বাচন পরিচালনার জন্য সমবায় সমিতি বিধিমালা/২০০৪ এর ২৬(২) বিধি অনুযায়ী সমিতির ব্যবস্থাপনা কমিটির আবেদন ও উপজেলা সমবায় অফিসার, মাটিরাঙ্গা এর সুপারিশের প্রেক্ষিতে তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে । কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন মাটিরাঙ্গা উপজেলা সমবায় অফিসার মোঃ আমান উল্লাহ খাঁন, সদস্য পদে রয়েছেন উপজেলা সমবায় কার্যালয় সহঃ পরিদর্শক মোঃ আবুল হোসেন,ও “মাটিরাঙ্গা বনজ দ্রব্য আহরন ও সরবারাহকারী সমবায় সমিতি লিঃ এর সদস্য মোঃ আবুল হোসেন।
সমবায় সমিতি আইন / ২০০১ (সংশোধিত আইন-২০০২ ও ২০০৩) এর সংশ্লিষ্ট ধারা ও সমবায় সমিতি বিধিমালা/২০০৪ এর বিধি-বিধান ও সমিতির নিবন্ধিত উপ-আইনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য বলা হয়েছে। সমবায় সমিতি বিধিমালা/২০০৪ এর ২৭(৩) বিধিমতে নির্বাচন পরিচালনা কমিটি নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সংখ্যক পোলিং অফিসার নিয়োগ করার ক্ষমতা দেয়া রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
এই পোর্টালের কোনো খেলা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ।
কারিগরি সহযোগিতায়: ইন্টাঃ আইটি বাজার
iitbazar.com