রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১০:১৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ

হ্যাঁ, এলাকা আমার, খবর আমার, পত্রিকা আমার। সাফল্যের ২ বছর শেষে ৩ তম বছরে দৈনিক পার্বত্য কন্ঠ। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবচেয়ে বেশি স্থানীয় সংস্করন নিয়ে "দৈনিক পার্বত্য কন্ঠ" বিশ্লেষন আমাদের, সিদ্ধান্ত আপনার। দৈনিক পার্বত্য কন্ঠ পত্রিকায় শুন্য পদে সংবাদদাতা নিয়োগ চলছে। আপনার এলাকায় শুন্য পদ রয়েছে কিনা জানতে কল করুনঃ 01647627526 অথবা ইনবক্স করুন আমাদের পেইজে। ভিজিট করুনঃ parbattakantho.com দৈনিক পার্বত্য কন্ঠ। সত্য প্রকাশে সাহসী যোদ্ধা আমরা নতুন বাংলাদেশ গড়বো

ফরিদপুর পৌরসভা নির্বাচনে ১৩ নং ওর্য়াড বিজয়ী কাউন্সিলর মিনানকে ফুলেল সংবর্ধনা

কামরুল হাসান জুয়েল, ফরিদপুর থেকে:

ফরিদপুর পৌরসভা নির্বাচনে ১৩ নং ওর্য়াডের বিজয়ী কাউন্সিলর মিজানুর রহমান মিনান এর পক্ষে এলাকায় ফুলেল সুভেচ্ছা ও সংবর্ধনার দেয়া হয়েছে। শনিবার ঐ ওর্য়াডে গিয়ে দেখা যায়, শত শত পুরুষ, মহিলা, শিশু ও বৃদ্ধ মানুষ বিজয়ী কাউন্সিলর মিনানকে ফুলেল সুভেচ্ছা জানাচ্ছে। পৌর নিবার্চনে কাউন্সিলর হিসাবে বিজয়ের কারণে ওর্য়াডে একটি আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। এলাকার উন্নয়নে অসহায় মানুষের সুখে-দুঃখে পাশে পাওয়ার লক্ষে তাকে ১৩ নং ওর্য়াডবাসী কাউন্সিলর হিসাবে নির্বাচিত করেছে। এদিকে শনিবার বিকেলে বিজয়ী কাউন্সিলর মিনানকে এক নজর দেখতে শহরতলীর পশ্চিম খাবাসপুর মাঝিপাড়ার শত শত মানুষ ফুলেল সুভেচ্ছাসহ সংবর্ধনা দেয়। গত ১০ ডিসেম্বর অনুষ্ঠিব্য পৌর নির্বাচনে ১৩নং ওর্য়াডে মিজানুর রহমান মিনান ১৩২৩ ভোট পেয়ে ডালিম র্মাকায় নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী গোলাম আজাদ উটপাখি নিয়ে ১০৬৫ টি ভোট পান। বিজয়ী কাউন্সিলর মিজানুর রহমান মিনান বলেন, ১৩ নং ওর্য়াডকে মডেল ওয়ার্ড করার জন্য সবকিছু করা হবে। ওর্য়াডের সকল শ্রেণীর মানুষের কল্যানের কথা বিবেচনা করে এবং পৌরসভার সকল সুবিধা সহজতর করা হবে ,মাদকসন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধ করা হবে। এ ওর্য়াডকে অনুকরণ করবে অন্যান্য ওর্য়াড কমিশনারগণ এটাই আমার প্রত্যাশা। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ. বি. এম মোরশেদ পলাশ, গাজী সোহাগ, আতিকুর রহমান টেনিস, গাজী ফায়জুর রহমান স্বপন ও গাজী শফিকুর রহমান স্বপন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
এই পোর্টালের কোনো খেলা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ।
কারিগরি সহযোগিতায়: ইন্টাঃ আইটি বাজার
iitbazar.com