রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৮:৩৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ

হ্যাঁ, এলাকা আমার, খবর আমার, পত্রিকা আমার। সাফল্যের ২ বছর শেষে ৩ তম বছরে দৈনিক পার্বত্য কন্ঠ। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবচেয়ে বেশি স্থানীয় সংস্করন নিয়ে "দৈনিক পার্বত্য কন্ঠ" বিশ্লেষন আমাদের, সিদ্ধান্ত আপনার। দৈনিক পার্বত্য কন্ঠ পত্রিকায় শুন্য পদে সংবাদদাতা নিয়োগ চলছে। আপনার এলাকায় শুন্য পদ রয়েছে কিনা জানতে কল করুনঃ 01647627526 অথবা ইনবক্স করুন আমাদের পেইজে। ভিজিট করুনঃ parbattakantho.com দৈনিক পার্বত্য কন্ঠ। সত্য প্রকাশে সাহসী যোদ্ধা আমরা নতুন বাংলাদেশ গড়বো

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের দায়িত্বে এইবার অংসুই প্র্রুু চৌধুরী

রাঙ্গামাটি প্রতিবেদক

রাঙামাটি প্রতিবেদক : দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন গত দুই পরিষদে সদস্য হিসেবে দায়িত্ব পালন করা অংসুই প্রু চৌধুরী।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর ) মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে বাংলাদেশ সচিবালয়ের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপসচিব সজল কান্তি বণিক স্বাক্ষরিত নং ২৯.০০.০০০০.২১৪.০১.২২৪.১৮-১৫৪ নং স্বারকে প্রদত্ত এক গেজেটে বিষয়টি নিশ্চিত করা হয়। গেজেট অনুসারে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অংসুই প্রু চৌধুরী।

সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন বরকল উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বিগত পরিষদের সদস্য পদ থেকে নির্বাচনের কারণে পদত্যাগ করা সবির কুমার চাকমা, বাঘাইছড়ির প্রিয়নন্দ চাকমা, জুরাছড়ি থেকে প্রবর্তক চাকমা, নানিয়ারচর থেকে উপজেলা সেক্রেটারি এলিপন চাকমা, রাঙামাটি সদর থেকে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, যুবলীগ নেতা বিপুল ত্রিপুরা, মহিলা আওয়ামীলীগ নেত্রী ঝর্না খীসা ও সংখ্যালঘু জনগোষ্ঠির নেতা, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক বাদল চন্দ্র দে, লংগদু উপজেলা থেকে গুলশাখালির সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম ও সাবেক জেলা পরিষদ সদস্য জানে আলমের স্ত্রী মোঃ আছমা বেগম, কাপ্তাই উপজেলা থেকে উপজেলা সভাপতি অংসুচাইন চৌধুরী ও দিপ্তীময় তালুকদার, রাজস্থলী থেকে নিউচিং মারমা, বিলাইছড়ি থেকে গত পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
এই পোর্টালের কোনো খেলা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ।
কারিগরি সহযোগিতায়: ইন্টাঃ আইটি বাজার
iitbazar.com