• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংকে হামলা: ১৮ নারীসহ ৫৩ কেএনএফ সন্ত্রাসীর রিমান্ড মঞ্জুর মানিকছড়িতে মোবাইল কোর্টে জরিমানা নতুন বাজার আনন্দ মেলা খেলার মাঠে গোলবার প্রদান করলেন কাপ্তাই সেনা জোন চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে সি আর মামলার ৭ আসামী গ্রেপ্তার পাইপ লাইনে ফাটল : ৩ দিন ধরে কেপিএম এ পানি সরবরাহ বন্ধ বাঘাইছড়িতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের শুভ উদ্বোধন কাপ্তাইয়ে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের দাফন সম্পন্ন রামগড়ে তথ্য গোপন করার চেয়ারম্যান প্রার্থী কংজঅং মার্মার মনোনয়ন পত্র বাতিল লামায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১২ ইউপি সদস্যদের অনাস্থা

রাঙামাটিতে এক লাখ ৩৮ হাজার ৮৪৩ জন শিশুকে হাম রুবেলা টিকা দেওয়া হবে

রাঙ্গামাটি প্রতিবেদক / ৫৯০ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০

 

রাঙামাটিতে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শক্রবার (১১ডিসেম্বর২০) সকাল ১১টায় জেলা সিভিল সার্জনের আয়োজনে ও অফিসের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা সিভিল সার্জন বিপাস খীসার সভাপতিত্বে সম্মেলনে প্রবীণ সাংবাদিক ও দৈনিক গিরিদর্পনের সম্পাদক একেএম মকছুদ আহমদ, জেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডাঃ মোস্তফা কামালসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনের আয়োজন করে। সিভিল সার্জন ডাঃ বিপাস খীসা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

আগামী ১২ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২০২১ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত চলা এ কর্মসূচীতে জেলার ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী এক লাখ ৩৮ হাজার ৮৪৩ জন শিশুকে এই টিকা দেয়া হবে বলে মতবিনিময়ে বলা হয়।

জেলার ২টি পৌরসভা ও ১০টি উপজেলায় পর্যায়ক্রমে এই কর্মসূচী চলবে বলে মতবিনিময়ে জানানো হয়।

সিভিল সার্জন জানান, আন্দোলনরত স্বাস্থ্য কর্মীরা তাদের আন্দোলন স্থগিত করে টিকাদান কর্মসূচীতে যোগদান করবেন বলে আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ