রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৬:১৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ

হ্যাঁ, এলাকা আমার, খবর আমার, পত্রিকা আমার। সাফল্যের ২ বছর শেষে ৩ তম বছরে দৈনিক পার্বত্য কন্ঠ। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবচেয়ে বেশি স্থানীয় সংস্করন নিয়ে "দৈনিক পার্বত্য কন্ঠ" বিশ্লেষন আমাদের, সিদ্ধান্ত আপনার। দৈনিক পার্বত্য কন্ঠ পত্রিকায় শুন্য পদে সংবাদদাতা নিয়োগ চলছে। আপনার এলাকায় শুন্য পদ রয়েছে কিনা জানতে কল করুনঃ 01647627526 অথবা ইনবক্স করুন আমাদের পেইজে। ভিজিট করুনঃ parbattakantho.com দৈনিক পার্বত্য কন্ঠ। সত্য প্রকাশে সাহসী যোদ্ধা আমরা নতুন বাংলাদেশ গড়বো

খুব কাছে থেকে দেখা পাহাড়ের রাজনীতির হালচাল

এস চৌধুরী, কাপ্তাই, রাঙ্গামাটি

পাহাড়ের মানুষ,অত্যান্ত সরল প্রকৃতির।তবে গাদ্দার বেঈমান,চুবলিকোরদের দু মিনিট ও সময় দিবে না পৃথিবী থেকে বিদায় দিতে। দীর্ঘ সময়ের অভিজ্ঞতায় এক পাহাড়ী জনগোষ্ঠীর যোদ্ধাকে নিয়ে আজকের প্রতিবেদন। তার সাক্ষাৎকারে এই বক্তব্য উঠে এসেছে তাদের আঞ্চলিক দলের রাজনীতির বর্তমান প্রেক্ষাপট।অত্যান্ত ভয়ে ভয়ে জীবনের শংকা রয়েছে তাই কাটছিট করে বক্তব্য দিয়েছেন।তার বক্তব্য তুলে ধরা হলো আমার লেখনীতে।

১৯৯৪ সালে ভারত হতে ১৬দফা প্যাকেজের চুক্তিতে শরণার্থী হিসাবে প্রত্যাবর্তনের পর তৎকালীন পিসিপি নেতাদের জ্বালাময়ী বক্তব্য আমাকে আবেগে উদ্বেলিত করতো। যতদুর মনে পড়ে তখন শুধু পিসিপি নেতাদের বক্তব্য শুনার জন্য আমরা কয়েকজন ছাত্র রিগুলার ক্লাশ কামাই করতাম।

এমনও দিন গেছে পিসিপির কোন মিছিল মিটিং থাকলে সেদিন পাহাড়ী অধ্যুষিত যে কোন স্কুল কলেজ একদম খালি হয়ে যেতো। প্রতিষ্টানগুলির সকল পাহাড়ী ছাত্র ছাত্রীরা সানন্দে ও স্বতঃস্ফূর্তভাবে সেই মিছিলে অংশগ্রহণ করে মিছিল সফল করতো।

পিসিপি নেতাদের দৃঢ়তা দেখে তখন আমি মনে মনে ভাবতাম। আমিও অচিরেই রাজনীতিতে যোগ দেবো কিন্তু ১৯৯৭ চুক্তির পর অরাজক রাজনীতি যোগ হলে আমি রাজনীতিতে যোগ দেওয়ার পরিবর্তে কৃষিকাজে মনোনিবেশ করলাম।

কৃষিকাজে মনোনিবেশ করলেও এখন আমার খুব ইচ্ছে করে। সম্পুর্ণ নিরপেক্ষ দৃষ্টিকোন থেকে আমার দেখা অতীতের পার্বত্য রাজনীতি নিয়ে কিছু লিখি।

জে এস এস, সংস্কার পন্থী (মানবেন্দ্র লারমা) এক জন সক্রিয় সদস্য রতন জুম্মা জানান একান্ত মানবেন্দ্র লারমার নীতি আদর্শকে বাস্তবায়ন করার জন্যই দীর্ঘদিন সংগঠন এর সাথে রয়েছি।

জে এস এস পন্থী (মানবেন্দ্র লারমা) অনিক বাবু জানান পাহাড়ের রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক নেতারা নীতি গত ভাবে এক জায়গায় পৌঁছাতে না পারলে কখনও পাহাড়ে শান্তি ফিরে আসবেনা।

ইউ পি ডি এফ পন্থী (প্রশীত খীসা) একজন সক্রিয় সদস্য ডাইমন জানান পরিবার পরিজন ছেড়ে পাহাড়ে নিজস্ব স্বকীয়তাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য পড়ে আছি।

আর একজন ইউ পি ডি এফ পরিচালক অলকেশ বাবু একান্ত এক সাক্ষাৎ কারে জানান তোমরা লেখা পড়া শিখেছ,বড় বড় ইন্জিনিয়ার হয়েছ,বড় বড় চেয়ারে বসে আছ,ভাল সরকারি চাকুরী পেয়েছ।আর আমরা মাস্টার্স পাশ করেও ঝাড়ে জঙ্গলে ঘুরতেছি।আমাদের সন্তানেরা আমাদের চিনে না।

ইউ পি ডি এফ এর বিচার বিভাগের প্রধান এডভোকেট কার্তিক বাবু জানান কখন যে স্বাধীনতা আসবে এ নিয়ে সংসয় রহিয়াছে।

জে এস এস এর(সন্তু লারমা) সমীরন বাবু জানান সরকারের শান্তি চুক্তি বাস্তবায়নে গড়ি মসি আরও একধাপ পিছিয়েছে পাহাড়ে আদিবাসী গোষ্ঠীর নিজস্ব সত্বাকে বাস্তবে রূপ দেওয়ার প্রক্রিয়া।

বর্তমান পাহাড়ে ৪টি আঞ্চলিক রাজনৈতিক দল ও এই ৪টি দলের অনেক নেতাকর্মী আমার ফেসবুকের বন্ধু তালিকায় আছেন। ৪টি দলের নেতাকর্মীদের নিকট হতে অভয় পেলে আমি আবারো আমার পুর্বেকার লেখার মতন “আমার দেখা পাহাড়ের রাজনৈতিক দলগুলোর হালচাল ” বিষয়ে ধারাবাহিক ভাবে লিখবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
এই পোর্টালের কোনো খেলা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ।
কারিগরি সহযোগিতায়: ইন্টাঃ আইটি বাজার
iitbazar.com