শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০২:১৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ

হ্যাঁ, এলাকা আমার, খবর আমার, পত্রিকা আমার। সাফল্যের ২ বছর শেষে ৩ তম বছরে দৈনিক পার্বত্য কন্ঠ। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবচেয়ে বেশি স্থানীয় সংস্করন নিয়ে "দৈনিক পার্বত্য কন্ঠ" বিশ্লেষন আমাদের, সিদ্ধান্ত আপনার। দৈনিক পার্বত্য কন্ঠ পত্রিকায় শুন্য পদে সংবাদদাতা নিয়োগ চলছে। আপনার এলাকায় শুন্য পদ রয়েছে কিনা জানতে কল করুনঃ 01647627526 অথবা ইনবক্স করুন আমাদের পেইজে। ভিজিট করুনঃ parbattakantho.com দৈনিক পার্বত্য কন্ঠ। সত্য প্রকাশে সাহসী যোদ্ধা আমরা নতুন বাংলাদেশ গড়বো

মহালছড়িতে প্রয়াত রহমান স্মৃতি ফুটবল খেলার ২য় আসর অনুষ্ঠিত

রিপন ওঝা, নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশিত : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৩২ জন পড়েছেন

রিপন ওঝা, নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় প্রয়াত রহমান স্মৃতি সংসদ কর্তৃক মহালছড়ি প্রাকৃতিক স্টেডিয়ামে ০১/০৯/২০২০ রোজ মঙ্গলবার সময় ৩.৩০ ঘটিকায় বন্ধুমহল একাদশ বনাম বিহারপাড়া যুবসমাজ একাদশের মধ্যে ২য় আসরের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রয়াত রহমান স্মৃতি ফুটবল ২য় আসর পরিচালনা কমিটির আহ্বায়ক জিয়াউর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সুইহ্লাঅং রাখাইন পিপলু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রোকন মিয়া,বাবলু চৌধুরী, মোঃ জিল্লুর রহমান, মোঃ আব্দুর রশিদ,মোঃ মারুফ হোসেন, মোঃ সোহানুর রহমান হৃদয়, ৩নং ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক গৌরাঙ্গ দাশ,উভয় দলের খেলোয়াড়, মহালছড়ি মাঠের ব্যতিক্রম ধারা আজ খেলা পরিচালনাকারী রেফারি হিসেবে খাগড়াছড়ি জেলার একাডেমির কেলি চৌধুরী, সাইট লাইন্সম্যান এলিপ্রু মারমা,শুভার্থী চাকমা ও সাংবাদিকগণ, অগণিত দর্শক উপস্থিত ছিলেন।

আজ উদ্বোধনী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে খেলায় সেরা পারফরম্যান্স অর্জনকারী খেলোয়াড়কে ম্যান অব দ্যা ম্যাচ হিসেবে ঔষধি গাছ (নিম) চারা দেয়া হয়।

প্রসঙ্গত যে,রহমান হোসেন খাগড়াছড়ি জেলার সাড়া জাগানো খেলোয়াড়। সে যতদিন খাগড়াছড়ি জেলার স্টেডিয়ামসহ সকল উপজেলা মাঠে খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করলে জার্সি নাম্বার ৭ দিয়ে খেলতো। সে জীবিত থাকা অবস্থায় পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো(7) অনুসরণ করতো।
আজ উদ্বোধনী খেলায় রহমানের স্মৃতি বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। গত ড্র অনুষ্ঠানে প্রয়াত রহমানের ২য় সন্তানের উপস্থিতিতে ফুটবল গ্রুপ নির্ণয় করা হয়।

অপরদিকে চৌংড়াছড়ি হেডম্যানপাড়া জুনিয়র স্কুলের মাঠে চোংড়াছড়ি হেডম্যানপাড়া বনাম সিঙ্গিনালা হেডম্যান পাড়ার বালিকাদের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলার উভয় গ্রামের বয়োজ্যেষ্ঠগণসহ বিভিন্ন বয়সের এলাকার মানুষজন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
এই পোর্টালের কোনো খেলা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ।
কারিগরি সহযোগিতায়: ইন্টাঃ আইটি বাজার
iitbazar.com