• শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম
শান্তি চুক্তির বর্ষপূর্তিতে বাঘাইহাট জোনের বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও শীতবস্ত্র বিতরণ খাগড়াছড়ির গুইমারায় ১৫ লাখ টাকার ভারতীয় অবৈধ ঔষুধসহ গ্রেপ্তার ২ খাগড়াছড়িতে নির্বাচনী আচরণ বিধিমালা বাস্তবায়নের মাঠে আছেন মাটিরাঙ্গার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বান্দরবানে পার্বত‍্যচুক্তির ২৬তম বর্ষপূর্তি উদযাপন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৬ বছর পূর্তি উপলক্ষ্যে লংগদু জোনের উদ্যোগে শান্তি র‌্যালী নিজের ষোড়শী মেয়েকে ধর্ষণ করল মেম্বার বাবা ! শান্তি চুক্তির বর্ষপূর্তিতে রাঙামাটি রিজিয়নের বিনামূল্যে স্বাস্থ্য সেবা যাত্রার প্রথম দিনেই লাকসামে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে যুবকের আত্মহত্যা নানা আয়োজনে শান্তিচুক্তি দিবস পালন করেছে বাঘাইহাট সেনা জোন শান্তি চুক্তির ফলে কমেছে সহিংসত সংঘাত, বেড়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন

৭৮ রানেই গুটিয়ে গেল ভারত

খেলাধুলা ডেস্ক: / ৩৯৯ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

লিডসে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৭৮ রানে গুটিয়ে ফেলেতে হল টিম ইন্ডিয়ার।

টস জিতে ব্যাটিংয়ে নেমেই প্রথমার্ধে বিপদে পড়ে ভারত। ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা।

ভারতের আগের ম্যাচের সেঞ্চুরিয়ান কে এল রাহুলকে প্রথম ওভারের পঞ্চম বলেই ফেরান জিমি অ্যান্ডারসন। জিমির আগুনে বোলিংয়ে খেই হারিয়ে ফেলে ভারতের টপঅর্ডার। খাতা খোলার আগেই আউট হয়ে যান রাহুল। রাহুলের পর চেতাশ্বর পূজারাকে ফিরিয়ে ভারত শিবিরে জোড়া ধাক্কা জেমস অ্যান্ডারসনের। ৪ রানেই ২ উইকেট হারায় টিম ইন্ডিয়া। এরপর রোহিত আর কোহলি মিলে সাবধানী শুরু করলেও অ্যান্ডারসনের বিধ্বংসী বোলিং তোপে বেশিক্ষণ টিকতে পারেননি কোহলি। দলীয় ২১ রানের মাথায় খোঁচা মারতে গিয়ে ধরা পড়েন। একমাত্র রোহিত শর্মা এবং আজিঙ্কা রাহানে ছাড়া কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেনি। দলের হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন রোহিত শর্মা। এছাড়া রাহানের ব্যাট থেকে আসে ১৮ রান।

দলীয় ৬৭ রানে যখন দাঁড়িয়ে ভারত, তখন কোন রান যোগ না করেই চার ক্রিকেটার সাজ ঘরে ফিরে গেলে তাদের ইনিংসের সমাপ্তি তখন হয়ে যায় সময়ের ব্যাপার। এরপর ইশান্ত শর্মা এবং মোহাম্মাদ সিরাজ কিছুটা সামাল দেয়ার চেষ্টা করলেও তা বেশীদুর এগিয়ে নিতে পারেনি। মাত্র ৭৮ রানেই শেষ হয় ভারতের প্রথম ইনিংস।

ইংল্যান্ড দলের বোলিংয়ে আগুন ঝরানো জেমস অ্যান্ডারসন, স্যাম কুরানরা। অ্যান্ডারসন-ওভারটন নেন ৩টি করে উইকেট। এছাড়া রবিনসন, কুরানরা নেন ২টি করে উইকেট।

এর আগে, নটিংহ্যামে প্রথম টেস্টে বৃষ্টি বাধা হয়ে দাঁড়ালেও লর্ডসে দ্বিতীয় টেস্টে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে যায় ভারত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ