• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় বাসচাপায় ২ শিশু নিহত, আহত ১ কমলনগরে গৃহবধূকে ঘর থেকে তুলে নেওয়ার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে সুন্নীয়াতের প্রত‍্যয়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী হয়েছেন মীর মো. আবু বাকার চরনিশিবয়ড়া কবরস্থানে জামায়াতের অনুদান প্রদান কুমিল্লা-৯ আসনে তরিকত ফেডারেশনের প্রার্থী হলেন সৈয়দ ড. রেজাউল হক চাঁদপুরী স্বপ্নসারথি দলের জীবন দক্ষতা উন্নয়ন সেশন ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ  অনুষ্ঠিত সোনাইপুল বাজার উন্নয়নে মেয়র রফিকুল আলমের আর্থিক অনুদান প্রদান কলাবতী শাড়ি আগামীতে রপ্তানি হবে – শাহ্ মোজাহিদ মাটিরাঙার দুই ইটভাটায় দেড় লাখ টাকা জরিমানা সিরাজগঞ্জে  বিশ্ব মৃত্তিকা দিবস  উপলক্ষ্যে র‍্যালি  প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠি

২০৪১ সনে বাংলাদেশ উন্নত দেশে পরিনত হবে, এমপি বুলবুল!

সাধন সাহা জয় , নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: / ১৭৭ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ১৫ মে, ২০২২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আগামী ২০৪১ সনে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবাদুল করিম বুলবুল এমপি ।
গতকাল রবিবার দুপুরে অত্র বিদ্যালয় প্রাঙ্গনে 50 বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দেওয়ান আবতাবুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আবদুস সালাম,নবীনগর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির,নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক, অধ্যাপিকা নুরনাহার বেগম, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক সহ বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের নেতা কর্মী, ইউপি চেয়ারম্যান,এলাকার সুধী সমাজ,স্কুলটির প্রাক্তণ ও বর্তামান শিক্ষক মন্ডলী বক্তব্য রাখেন এ সময় শিক্ষার্থীবৃন্দসহ বিভিন্ন স্তরের মানুষ সুবর্ণ জয়ন্তী উৎসবটি উপভোগ করেন।

উল্লেখ সকালে একটি বর্ণাঢ্য রেলি গাছ রোপন, বিশাল আকৃতির একটি কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় ।
স্কুলটির সাবেক শিক্ষার্থীদের উপস্থিতি অনুষ্ঠানটি আরও বেশি প্রানবন্ত হয়ে উঠে। সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্কুলটির সাবেক ও বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় স্কুল ক্যম্পাস প্রাঙ্গণ।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ