• বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জে  বিশ্ব মৃত্তিকা দিবস  উপলক্ষ্যে র‍্যালি  প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠি রামগড়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ কোটচাঁদপুরে যুবলীগের উদ্যোগে নৌকা,র প্রস্তুতি সভা শেরপুরে বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লা-৯ আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৩ প্রার্থীর কোটচাঁদপুর উপজেলা দলীয় কার্যালয়ে নির্বাচন উপলক্ষে নৌকা মার্কার প্রস্তুতি সভা শেরপুরের ৩ টি আসনে কাজ করছে নির্বাচনী অনুসন্ধান কমিটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  সিরাজগঞ্জে ৬ টি আসনে যাদের মনোনয়ন বৈধ আর বাইক্কা টিয়া দে ! প্যারা শিক্ষকের বেতন নিয়ে তালবাহানা করায় প্রধান শিক্ষকের মোটর সাইকেলে তালা রাজবাড়ীতে র‍্যাব এর হাতে পৌনে ৬লাখ ইয়াবা ট্যাবলেটসহ আটক-১

সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত 

মোঃ সালাউদ্দিন, স্টাফ রিপোর্টার: / ৪৯ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

মোঃ সালাউদ্দিন স্টাফ রিপোর্টারঃ

খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন কর্তৃক সেনাবাহিনীর ৩ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর ) সকাল ১০টার সময় পাহাড়ের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে আলোচনা শুরুকালে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি,জি।

মত বিনিময় সভায় উপস্থিত থেকে মত প্রকাশ করেন মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনছারুল করিম, গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নাজিমউদ্দিন, শহীদ লেঃ মুশফিক সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার, মানিকছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সফিকুর রহমান, যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির সহ-সভাপতি মোকতাদের হোসেন প্রমুখ।

এসময় বক্তারা জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি, জি”কে সিন্দুকছড়ি জোনের আওতাধীন সামাজিক অবকাঠামোর উন্নয়ন প্রসঙ্গে জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সড়ক দুর্ঘটনা, পানি নিষ্কাশন, পাহাড় কাটা, অবৈধ কাঠ পাচার, বাজারের নিয়ম শৃঙ্খলা, মাদকদ্রব্য, চোরাচালান, যানবাহনে এলইডি লাইট ট্রাজেডি এবং পার্বত্য বাসীর মানবাধিকার লংঘন, সন্ত্রাস নির্মূল ও শিক্ষা সহ নানান বিষয় তুলে ধরেন বক্তারা।

দেশে চলমান হরতাল- অবরোধে গাড়িতে অগ্নি সংযোগ, রাস্তায় টায়ার আগুন, ইট-পাটকেল নিক্ষেপ, বোমা বিস্ফোরণের বিরুদ্ধে আইন শৃঙ্খলা নিশ্চিত করনের পাশাপাশি সামাজিক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করার কথা ও বলাহয়। পাশাপাশি সিন্দুকছড়ি জোনের আওতাধীন এলাকায় রোহিঙ্গা নাগরিকদের নাগরিকত্ব প্রদান করা এবং প্রাপ্ত হওয়ার বিষয়ে ও কথা বলা হয়।

খাগড়াছড়ি জেলার শ্রেষ্ঠ ওসি হওয়ায় মানিকছড়ি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আনছারুল করিমকে সম্মাননা প্রদানের মাধ্যমে সভার সমাপ্ত হয়।

এসময় সিন্দুকছড়ি জোনের আওতাধীন এলাকার বিভিন্ন পদস্থ কর্মকর্তা, হেডম্যান, কার্বারী, ইউপি সদস্য,গন্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ