• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম
কমলনগরে গৃহবধূকে ঘর থেকে তুলে নেওয়ার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে সুন্নীয়াতের প্রত‍্যয়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী হয়েছেন মীর মো. আবু বাকার চরনিশিবয়ড়া কবরস্থানে জামায়াতের অনুদান প্রদান কুমিল্লা-৯ আসনে তরিকত ফেডারেশনের প্রার্থী হলেন সৈয়দ ড. রেজাউল হক চাঁদপুরী স্বপ্নসারথি দলের জীবন দক্ষতা উন্নয়ন সেশন ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ  অনুষ্ঠিত সোনাইপুল বাজার উন্নয়নে মেয়র রফিকুল আলমের আর্থিক অনুদান প্রদান কলাবতী শাড়ি আগামীতে রপ্তানি হবে – শাহ্ মোজাহিদ মাটিরাঙার দুই ইটভাটায় দেড় লাখ টাকা জরিমানা সিরাজগঞ্জে  বিশ্ব মৃত্তিকা দিবস  উপলক্ষ্যে র‍্যালি  প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠি রামগড়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

লামায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক

মোহাম্মদ রফিকুল ইসলাম, নিজস্ব সংবাদদাতা, লামা / ১৭৩ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ৩ জুন, ২০২২

লামায় পারভীন আক্তার (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে লামা থানা পুলিশ। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের অংশা ঝিরি এলাকায় শুক্রবার (০৩ জুন) সকাল ১০টায় পুলিশ নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করে।

নিহত পারভীন আক্তার অংশা ঝিরি এলাকার মোঃ আবচার এর স্ত্রী। নিজ ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে ইউপি মেম্বার হেলাল উদ্দিন বলেন, স্থানীয়রা এই ঘটনায় সন্দেহভাজন নিহতের স্বামী মোঃ আবচার কে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

লামা থানা পুলিশের উপ-পরিদর্শক মোল্লা রমিজ জাহান জুম্মা বলেন, স্থানীয় জনপ্রতিনিধি মারফত খবর পেয়ে আমরা সকালে গৃহবধূর লাশটি উদ্ধার করি। লাশের সুরতহাল করা হয়েছে। কিছুক্ষণ পরে লাশটি ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

ইউপি মেম্বার হেলাল উদ্দিন আরো বলেন, রাত ১২টায় নিহতের স্বামী মোঃ আবচার আমাকে ফোন করে। সে বলে কিছু লোকজন তার বাড়িতে হামলা চালিয়ে তার স্ত্রীকে মেরে ফেলেছে। আমি (আবচার) ভয়ে ইউনিয়নের ৩নং ওয়ার্ড মালুম্যা আমার শশুর বাড়িতে চলে আসছি। আমি (ইউপি মেম্বার) আরো কয়েকজন লোক নিয়ে রাতে আবচারের বাড়িতে যাই। ওখানে কোন লোকজন দেখিনি। ঘরে দরজা বন্ধ ছিল ও ভিতরে বাচ্চা কান্নার আওয়াজ আসছিল। তখন আমরা দরজা ভেঙ্গে ঘরে ডুকে পারভীন আক্তারের লাশ ঝুলতে দেখি। পরে লোকজন দিয়ে নিহতের স্বামী আবচারকে আটক করি। সকালে পুলিশ আসলে পুলিশের হাতে লাশ ও আবচারকে তুলে দিই।

মেম্বার হেলাল বলেন, গত দুইদিন আগে পাশের বাড়ির তিন বছরের রিয়াদ নামে শিশুর লাশ পুকুরে পাওয়া যায়। সেই ঘটনায় শিশুটির পরিবার আবচার ও তার স্ত্রীকে দায় করে আসছিল। ধারনা করা হচ্ছে সে ঘটনার সাথে এই ঘটনার একটা যোগসূত্র থাকতে পারে।

ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান নুরুল হোসাইন চৌধুরী বলেন, আমরা চাই সঠিক তদন্ত পূর্বক মূল ঘটনা বেরিয়ে আসুক। অপরাধীর বিচার হোক।
এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ