• মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম
কুমিল্লা-৯ আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৩ প্রার্থীর কোটচাঁদপুর উপজেলা দলীয় কার্যালয়ে নির্বাচন উপলক্ষে নৌকা মার্কার প্রস্তুতি সভা শেরপুরের ৩ টি আসনে কাজ করছে নির্বাচনী অনুসন্ধান কমিটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  সিরাজগঞ্জে ৬ টি আসনে যাদের মনোনয়ন বৈধ আর বাইক্কা টিয়া দে ! প্যারা শিক্ষকের বেতন নিয়ে তালবাহানা করায় প্রধান শিক্ষকের মোটর সাইকেলে তালা রাজবাড়ীতে র‍্যাব এর হাতে পৌনে ৬লাখ ইয়াবা ট্যাবলেটসহ আটক-১ মহালছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত আগুনে শ্রমিক নিহতের প্রতিবাদে গুইমারা আ.লীগের বিক্ষোভ মিছিল ঐতিহ্যবাহী মোংলা পোর্ট পৌরসভার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুড়িগ্রামে জাতীয় প্রতিবন্ধী দিবসে র‌্যালী আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ

লামায় আগুনে পুড়ে ছাই রাজমিস্ত্রী রুবেল বসতবাড়ি

মোহাম্মদ রফিকুল ইসলাম, নিজস্ব সংবাদদাতা / ৩৯৬ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়ন ৫নং ওয়ার্ড সুতাবাদী পাড়া (২৩ এপ্রিল) শনিবার দুপুর ৩টায় আগুনে পুড়ে নিঃস্ব হয়েছে রাজমিস্ত্রী রুবেল। সে সুতাবাদী এলাকার মৃত মোঃ ইয়াছিন এর বড় ছেলে। চোখের সামনে সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে তার পরিবার।

রুবেলের ছোট ভাই জাহেদুল ইসলাম জানায়, রাজমিস্ত্রী হেল্পার হিসাবে দিনমজুরি কাজে গিয়েছিল তার ভাই। এসময় পার্শ্ববর্তী সাইফুলের স্ত্রী ফোন করে জানায় বাড়িতে আগুন লাগছে। সাথে সাথে এসে দেখি বাড়িতে আগুন জ্বলছে। পার্শ্ববর্তী মানুষ সহ হাজার চেষ্টা করে ও রক্ষা গেলনা। আমাদের ধারণা বাড়িতে কেউ না কেউ আগুন দিয়েছে। আগুন পড়ে ছাই হয়ে প্রায় ২-৩ লক্ষ টাকার অধিক ক্ষতি হয়।

রুবেল ছোট ভাই আরো জানায়, তারা এই বাড়িতে থাকেনা। দীর্ঘদিন মায়ের অসুস্থ কারণে পার্শ্ববর্তী মেজ ভাইয়ের বাড়িতে থাকে সবাই। বাড়িতে তালা লাগানো ছিল। তাই এই পরিবারে কোন মালামাল বের করা সম্ভব হয়নি।

এদিকে আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে রেডক্রিসেন্ট সোসাইটি প্রশিক্ষণ প্রাপ্ত দুই সদস্য, আবু ছৈয়দ, ইসমাইলুল করিম ও স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে কাজ করে, বাড়িটি উঁচু পাহাড় হওয়ায় পানি কোন ব্যবস্থা না থাকায়। প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রন করতে পারে নেই। আগুনে সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন, ফাইতং পুলিশ ফাঁড়ি পুলিশের টিম।

ফাইতং ইউপি চেয়ারম্যান মোঃ ওমর ফারুক আগুন পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সরকারি ভাবে আর্থিক সহযোগিতা করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সরকারি ঘর প্রদানে আশ্বাস দেন।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ