• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
কমলনগরে গৃহবধূকে ঘর থেকে তুলে নেওয়ার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে সুন্নীয়াতের প্রত‍্যয়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী হয়েছেন মীর মো. আবু বাকার চরনিশিবয়ড়া কবরস্থানে জামায়াতের অনুদান প্রদান কুমিল্লা-৯ আসনে তরিকত ফেডারেশনের প্রার্থী হলেন সৈয়দ ড. রেজাউল হক চাঁদপুরী স্বপ্নসারথি দলের জীবন দক্ষতা উন্নয়ন সেশন ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ  অনুষ্ঠিত সোনাইপুল বাজার উন্নয়নে মেয়র রফিকুল আলমের আর্থিক অনুদান প্রদান কলাবতী শাড়ি আগামীতে রপ্তানি হবে – শাহ্ মোজাহিদ মাটিরাঙার দুই ইটভাটায় দেড় লাখ টাকা জরিমানা সিরাজগঞ্জে  বিশ্ব মৃত্তিকা দিবস  উপলক্ষ্যে র‍্যালি  প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠি রামগড়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

রামগড় তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

মোঃ মাসুদ রানা রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ / ১৯৮ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ৭ মার্চ, ২০২২

তথ্য অফিস আয়োজনে আজ রামগড় উপজেলার তালমনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সভা কক্ষে “গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ” শীর্ষক প্রকল্পের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

০৭ই মার্চ সোমবার রামগড় উপজেলা নির্বাহী অফিসার জনাব খোন্দকার মো.ইখতিয়ার উদ্দিন আরাফাতের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক(কারিগরি ও প্রশিক্ষণ এবং প্রচার ও সমন্বয়) জনাব মোঃ তৈয়ব আলী এবং “গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ”কার্যক্রমের প্রকল্প পরিচালক জনাব ওমর ফারুক দেওয়ান। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব মোঃ বেলায়েত হোসেন এবং অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগড় উপজেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ ইলিয়াছ, ২নং পাতাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব কাজী নুরুল আলম (আলমগীর), সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব উম্রাচিং চৌধুরী, তালমনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক
জনাব রাণী ত্রিপুরা প্রমুখ।

বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ(আমার বাড়ী আমার খামার, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি,নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ,পরিবেশ সুরক্ষা), ২০০৯ সাল থেকে জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সরকারের সাফল্য ও উন্নয়ন কর্মকান্ড নিয়ে বক্তব্য রাখেন।বক্তারা সকলকে কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতিতে টিকা গ্রহণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্ব আরোপ করেন।উক্ত অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ের দেড়শতাধিক মহিলা অংশ গ্রহন করেন এবং সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ