• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম
দক্ষিণ কোরিয়া জিমন্যাস্টিকস প্রশিক্ষণে বাংলাদেশের টিমের ১০ জনই কোয়ান্টাম শিক্ষার্থী জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন চকরিয়ার হারবাং এ গলায় ফাঁস দিয়ে এক মেয়ের আত্মহত্যা সিএমএসএমই উদ্যোগসমূহে ক্লাস্টার ভিত্তিক অর্থায়ন বিষয়ক কর্মশালা চকরিয়ায় বাসচাপায় ২ শিশু নিহত, আহত ১ কমলনগরে গৃহবধূকে ঘর থেকে তুলে নেওয়ার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে সুন্নীয়াতের প্রত‍্যয়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী হয়েছেন মীর মো. আবু বাকার চরনিশিবয়ড়া কবরস্থানে জামায়াতের অনুদান প্রদান কুমিল্লা-৯ আসনে তরিকত ফেডারেশনের প্রার্থী হলেন সৈয়দ ড. রেজাউল হক চাঁদপুরী স্বপ্নসারথি দলের জীবন দক্ষতা উন্নয়ন সেশন ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ  অনুষ্ঠিত

রামগড়ে ২ জন অপহরণ ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

নিজস্ব প্রতিবেদক: / ২৯৫ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ১০ এপ্রিল, ২০২২

খাগড়াছড়ি জেলার রামগড়-জালিয়াপাড়া সড়কের যৌথখামার এলাকা থেকে অপহৃত হয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান চালক ও রানার। অপহৃতদের মুক্তির বিনিময়ে পাঁচ লাখ টাকা দাবী করেছে অপহরণকারীরা। আর এই অভিযোগের তীর প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর দিকে। 

অপহৃত কাভার্ড ভ্যান চালক মো. আব্বাস ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার উত্তর চাসারা এলাকার এবং রানার মো. আল-আমিন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ইয়ারাপুর এলাকার বাসিন্দা।

অনুসন্ধানে জানা গেছে, শনিবার রাতে খাগড়াছড়ি জেলা শহর থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-উ-১৪১৪০৭) রামগড় যাচ্ছিলো। রামগড়-জালিয়াপাড়া সড়কের যৌথখামার এলাকা অতিক্রম করার সময় মোটরসাইকেলে করে আসা ৮ থেকে ১০ জন সশস্ত্র অস্ত্রধারী কাভার্ড ভ্যানটির গতিরোধ করে চালক মো. আব্বাস ও রানার মো. আল-আমিনকে অপহরণ করে নিয়ে যায়। এসময় কাভার্ড ভ্যানটিতে ছিলো হেলপার মো. সোলায়মান, তবে তাকে রেখে গেছে অপহরণকারীরা।
গাড়ির সাথে থাকা হেলপার মো. সোলায়মান বলেন, ‘অপহরণকারীরা সকলেই পাহাড়ি ছিলো। আর প্রত্যেকের হাতেই ছিলো ভারী অস্ত্র। অস্ত্র ঠেকিয়ে কয়েক মিনিটের মধ্যেই তারা ড্রাইভার এবং রানারকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।’

সুন্দরবন কুরিয়ার সার্ভিস খাগড়াছড়ি’র ব্যবস্থাপক মো. সালাউদ্দিন বলেন, ‘অপহরণের পর তারা ড্রাইভারের ফোন থেকে আমাকে কল দিয়ে প্রথমে তিন লাখ টাকা মুক্তিপণ দাবী করে। বিষয়টি আমি তাৎক্ষনিক আমাদের ঢাকা অফিসকে জানাই। ঢাকা অফিস মুক্তিপণের টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আমি পুনরায় ড্রাইভারের নাম্বারে কল করে তা অপহরণকারীদের জানাই। এবার মুক্তিপণের অংক বাড়িয়ে পাঁচ লাখ টাকা দাবী করে তারা।’

ব্যবস্থাপক মো. সালাউদ্দিন আরও জানান, অপহরণকারীরা নিজেদের ইউপিডিএফ মূল দলের বলে পরিচয় দিয়েছে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আর অপহৃতদের উদ্ধারে পুলিশ ও বিজিবি সমন্বয়ে অভিযান অব্যাহত রয়েছে। তবে এ ব্যাপারে এখন থানায় কেউ কোনো অভিযোগ করেননি।
সূত্র : অনুসন্ধান.নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ