• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
কমলনগরে গৃহবধূকে ঘর থেকে তুলে নেওয়ার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে সুন্নীয়াতের প্রত‍্যয়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী হয়েছেন মীর মো. আবু বাকার চরনিশিবয়ড়া কবরস্থানে জামায়াতের অনুদান প্রদান কুমিল্লা-৯ আসনে তরিকত ফেডারেশনের প্রার্থী হলেন সৈয়দ ড. রেজাউল হক চাঁদপুরী স্বপ্নসারথি দলের জীবন দক্ষতা উন্নয়ন সেশন ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ  অনুষ্ঠিত সোনাইপুল বাজার উন্নয়নে মেয়র রফিকুল আলমের আর্থিক অনুদান প্রদান কলাবতী শাড়ি আগামীতে রপ্তানি হবে – শাহ্ মোজাহিদ মাটিরাঙার দুই ইটভাটায় দেড় লাখ টাকা জরিমানা সিরাজগঞ্জে  বিশ্ব মৃত্তিকা দিবস  উপলক্ষ্যে র‍্যালি  প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠি রামগড়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

রামগড়ে ২টি ইউনিয়নে কোভিড১৯ গণটিকা কার্যক্রম শুরু

রাঙ্গামাটি প্রতিনিধি: / ১৯০ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ৭ আগস্ট, ২০২১

মহামারি করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সারাদেশের ন্যায় খাগড়াছড়ির রামগড়ে কোভিড-১৯ গণটিকা কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (৭ আগষ্ট) থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় ১নং ইউনিয়নের বৈদ্ধপাড়া, ২নং ইউনিয়নের পাতাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং গুইমারার হাফছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ ৩টি কেন্দ্রে গণটিকা দান কার্যক্রম অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলিতে গণটিকা দিতে ইচ্ছুক ব্যক্তিরা সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হতে দেখা যায়।

কেন্দ্রগুলিতে টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, উপজেলা নির্বাহী অফিসার মু. মাহমুদ উল্যাহ মারুফ, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রায়হান কাজেমী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ প্রতীক সেন, রামগড় ইউপি চেয়ারম্যান শাহআলম মজুমদার, পাতাছড়া ইউপি চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরা, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব চন্দ্র কর সহ প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতীক সেন জানান, সরকারী নির্দেশনা মোতাবেক উপজেলার ইউনিয়ন পর্যায়ে ৬শত জন করে ১৮শত জনকে সিনোফার্মের প্রথম ডোজ টিকা প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে পৌরসভাসহ পুরো উপজেলায় এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। সেইসাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়মিত টিকাদান কার্যক্রমও চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ