• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম
দক্ষিণ কোরিয়া জিমন্যাস্টিকস প্রশিক্ষণে বাংলাদেশের টিমের ১০ জনই কোয়ান্টাম শিক্ষার্থী জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন চকরিয়ার হারবাং এ গলায় ফাঁস দিয়ে এক মেয়ের আত্মহত্যা সিএমএসএমই উদ্যোগসমূহে ক্লাস্টার ভিত্তিক অর্থায়ন বিষয়ক কর্মশালা চকরিয়ায় বাসচাপায় ২ শিশু নিহত, আহত ১ কমলনগরে গৃহবধূকে ঘর থেকে তুলে নেওয়ার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে সুন্নীয়াতের প্রত‍্যয়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী হয়েছেন মীর মো. আবু বাকার চরনিশিবয়ড়া কবরস্থানে জামায়াতের অনুদান প্রদান কুমিল্লা-৯ আসনে তরিকত ফেডারেশনের প্রার্থী হলেন সৈয়দ ড. রেজাউল হক চাঁদপুরী স্বপ্নসারথি দলের জীবন দক্ষতা উন্নয়ন সেশন ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ  অনুষ্ঠিত

রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি: / ৫৩৭ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

রাঙামাটি জেলা পরিষদে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যানের দায়িত্ব নিলেন অংসুই প্রু চৌধুরী।

সোমবার(১৪ডিসেম্বর) দুপুরে তিনি পরিষদের এনেক্স ভবনে বর্তমান চেয়ারম্যান বৃষ কেতু চাকমার নিকট হতে দায়িত্বভার গ্রহণ করেন।

এসময় তিনি দায়িত্বপালনকালে সকলের সহযোগিতা কামনা করেন।

রাঙামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে যোগদান ও বিদায়ী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যান বৃষকেতু চাকমা, পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, সদ্য সাবেক সদস্য ত্রিদিব কান্তি দাশ, পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান, নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া প্রমুখ।

পরে পরিষদের বর্তমান চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ও নবাগত চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী দায়িত্বভার গ্রহণের পত্র ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ের পর দায়িত্বভার গ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবাগত ১৪সদস্য সবির কুমার চাকমা(বরকল), প্রিয় নন্দ চাকমা(বাঘাইছড়ি), প্রবর্তক চাকমা(জুরাছড়ি), ইলিপন চাকমা(নানিয়ারচর), হাজী মোঃ মুছা মাতব্বর(রাঙামাটি সদর), মোঃ আব্দুর রহিম(লংগদু), বাদল চন্দ্র দে(সদর), অংসুই ছাইন চৌধুরী(কাপ্তাই), নিউচিং মারমা(রাজস্থলী), ঝর্ণা খীসা(রাঙামাটি সদর), মোছাঃ আছমা বেগম(লংগদু), বিপুল ত্রিপুরা(রাঙামাটি সদর), দিপ্তীময় তালুকদার(কাপ্তাই), রেমলিয়ানা পাংখোয়া(বিলাইছড়ি)।

অপরদিকে রাঙামাটি জেলা পরিষদের বিদায়ী সদস্য ত্রিদীব কান্তি দাশ, জ্ঞানেন্দু বিকাশ চাকমা, শান্তনা চাকমা, মনোয়ারা জসিম, সাধন মনি চাকমা, অমিত চাকমা রাজু, স্মৃতি বিকাশ ত্রিপুরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ