• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় বাসচাপায় ২ শিশু নিহত, আহত ১ কমলনগরে গৃহবধূকে ঘর থেকে তুলে নেওয়ার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে সুন্নীয়াতের প্রত‍্যয়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী হয়েছেন মীর মো. আবু বাকার চরনিশিবয়ড়া কবরস্থানে জামায়াতের অনুদান প্রদান কুমিল্লা-৯ আসনে তরিকত ফেডারেশনের প্রার্থী হলেন সৈয়দ ড. রেজাউল হক চাঁদপুরী স্বপ্নসারথি দলের জীবন দক্ষতা উন্নয়ন সেশন ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ  অনুষ্ঠিত সোনাইপুল বাজার উন্নয়নে মেয়র রফিকুল আলমের আর্থিক অনুদান প্রদান কলাবতী শাড়ি আগামীতে রপ্তানি হবে – শাহ্ মোজাহিদ মাটিরাঙার দুই ইটভাটায় দেড় লাখ টাকা জরিমানা সিরাজগঞ্জে  বিশ্ব মৃত্তিকা দিবস  উপলক্ষ্যে র‍্যালি  প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠি

মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদে ১ কোটি ২০ লক্ষ টাকার বাজেট ঘোষনা

রিপন সরকার নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি: / ১৬৯ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ২৯ মে, ২০২২

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদে ২০২২-২০২৩ অর্থ বছরের ১কোটি ২০ লক্ষ ৮০ হাজার টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।

আজ রোববার (২৯ মে ২০২২ইং) মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেমেন্দ্র এিপুরা ১ কোটি ২০ লক্ষ ৮০ হাজার টাকার বাজেট ঘোষনা করেন। বাজেটে সম্ভাব্য ব্যায় ধরা হয়েছে ১কোটি ১৯ লক্ষ ৮৩হাজার ৯শ, টাকা।

বাজেট ঘোষনাকালে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমেন্দ্র এিপুরা বলেন, ইউনিয়নের কোন উৎস হতে কি পরিমান অর্থ আয় হয় এবং তা জনকল্যাণে কিভাবে ব্যয় করা হয় তারই একটি পূর্ব পরিকল্পনা যা ইউনিয়ন বাসীর জানার অধিকার আছে। ইউনিয়ন বাসীর সরাসরি অংশ গ্রহণের মাধ্যমে সকল উন্নয়ন মূলক কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করাই সুনাগরিকের দায়িত্ব।

সম্ভাব্য বাজেটকে শতভাগ বাস্তবায়ন করার জন্য সকল পর্যায়ের জনগণসহ সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যথাসময়ে ট্যাক্স পরিশোধ করা ,বাল্য বিবাহ রোধে সকলের সহাযোগিতা কামনা করেন তিনি।
ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর ইউনিয়নের পরিবার পরিকল্পনা বিভাগের পরির্দশক দুলাল চন্দ্র বনিক,মাটিরাঙ্গা সদর ইউনিয়নের উপ-সহকারি কৃষি কর্মকর্তা দেবর্ষি চাকমা,সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি এিপুরা,গনচন্দ্র কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংসাইপ্রু মারমা প্রমুখ।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ