প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৩, ১:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৩, ৩:২২ পি.এম
মাটিরাঙ্গায় স্থানীয় সরকার দিবসের মেলার সমাপ্তি

'সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার' প্রতিপাদ্যের আলোকে আয়োজিত তিন দিন ব্যাপি জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তীর সভাপতিত্বে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম।
মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো.শরিফুল ইসলাম বিদ্যুৎ এর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: আনিসুজ্জামান ডালিম, মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মো: শাহজাহান ও বড়নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ইলিয়াছ প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকর্তা মো: আতাউর রহমান, মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: ওবায়দুল হক, উপজেলা বিআরটিসি কর্মকর্তা হুমায়ুন কবির পাটোয়ারী, তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: পেয়ার আহম্মেদ মজুমদার ছাড়াও বিভিন্ন পদস্থ কর্মকর্তা ও নির্বাচিত জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
সমাপনী অনুষ্ঠানে সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে মেলায় অংশ নেওয়া স্টলের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী ও মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক : এম শাহিন আলম ইমন।।
[email protected]
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত