• বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জে  বিশ্ব মৃত্তিকা দিবস  উপলক্ষ্যে র‍্যালি  প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠি রামগড়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ কোটচাঁদপুরে যুবলীগের উদ্যোগে নৌকা,র প্রস্তুতি সভা শেরপুরে বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লা-৯ আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৩ প্রার্থীর কোটচাঁদপুর উপজেলা দলীয় কার্যালয়ে নির্বাচন উপলক্ষে নৌকা মার্কার প্রস্তুতি সভা শেরপুরের ৩ টি আসনে কাজ করছে নির্বাচনী অনুসন্ধান কমিটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  সিরাজগঞ্জে ৬ টি আসনে যাদের মনোনয়ন বৈধ আর বাইক্কা টিয়া দে ! প্যারা শিক্ষকের বেতন নিয়ে তালবাহানা করায় প্রধান শিক্ষকের মোটর সাইকেলে তালা রাজবাড়ীতে র‍্যাব এর হাতে পৌনে ৬লাখ ইয়াবা ট্যাবলেটসহ আটক-১

মহেশখালী থানা আ.লীগের প্রতিষ্ঠাতা সভাপতি‍‍ প্রয়াত আব্দুল্লাহ খাঁনের স্মরনসভা অনুষ্ঠিত

হ্যাপী করিম (মহেশখালী) কক্সবাজার: / ২৩২ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২

কক্সবাজার জেলার মহেশখালী থানা আওয়ামীলীগের প্রতিষ্টাতা সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ খাঁনের ৩৪ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রট আদালতের এপিপি এডভোকেট নজরুল ইসলাম খাঁন সঞ্চালনায় ও আব্দুল্লাহ খাঁনের স্মৃতি ফাউন্ডেশনের পরিচালক, আব্দুল্লাহ খাঁনের নাতী সাবেক উপজেলা যুবলীগের সভাপতি হুমায়ুন কবির সভাপতিত্বে সকাল ১১ টায় উপজেলা টি টি সি হলে রুমে স্মৃতিচারণ ও স্মরন সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আব্দুল্লাহ খাঁনের কর্মময় জীবনের উপর স্মৃতিচারণ করেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন.. কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, মহেশখালী কুতুবদিয়ার সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, মহেশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ডাঃ নুরুল আমিন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এম আজিজুর রহমান, মহেশখালী পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া,সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম, এডঃ সাকী এ কাউছার এপিপি, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সালেহ আহাম্মদ, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট নুরুল হুদা, কুতুবজোমের চেয়ারম্যান এডভোকেট শেখ কামাল,অধ্যাপক জসিম উদ্দিন, ডাঃ আমিরুজ্জামান আনজু, মাওলানা বশির উল্লাহ খান, সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, মুক্তিযোদ্ধা ডাঃসলিম উল্লাহ খাঁন, আব্দুস সালাম বাঙ্গালী কর্মরত গনমাধ্যমকর্মী’সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ, মহেশখালী থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, মহান মুক্তিযুদ্ধাকালীন সংগ্রাম কমিটির আহবায়ক আলহাজ্ব আব্দুল্লাহ খাঁন ছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের নিবেদিত প্রাণ। তিনি ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দূর্দিনে মহেশখালী উপজেলা আওয়ামীলীগকে সুসংগঠিত করেছেন। পরবর্তীতে বৃহত্তর গোরকঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে প্রেসিডেন্ট (চেয়ারম্যান) প্রার্থী হিসেবে নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ