• বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
অবরোধে নাশকতা প্রতিরোধে মাাঠে প্রশাসন-পুলিশ নাটোর-১আসনে ওয়ার্কাস পার্টির মনোনয়নপত্র জমা দিলেন ইব্রাহিম খলিল কমলনগর মডেল মসজিদের কাজ শুরু না হওয়ায় ক্ষিপ্ত সাধারণ মুসল্লী মোংলায় রাসপুজা উৎসবে নৌকায় ভোট চাইলেন হাবিবুন নাহার মোংলায় ব্র্যাকের উদ্যোগে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সভা মনোনয়নের পর বীরের বেশে শেরপুরে ফিরলেন হুইপ আতিক, ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত নবাগত উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তারের মতবিনিময় সভা দৌলতদিয়ায় নারী ও শিশুর সুরক্ষা ও ক্ষমতায়ন প্রকল্প পরিচিত কর্মশালা চিপসের প্যাকেটে ফ্রি বেলুন, গলায় আটকে শিশুর মৃত্যু রাঙ্গামাটিতে জেলা শিক্ষা অফিসারের সাথে সনাক-টিআইবি’র অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

বান্দরবানে ঈদ-উল-আযহা উপলক্ষে ভিজিএফ চাল বিতরন

বান্দরবন প্রতিনিধি: / ৪৮৩ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

বান্দরবানে ঈদ-উল-আযহা উপলক্ষে ভিজিএফ চাল বিতরন
বান্দরবানে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচীর আওতায় ৫ হাজার ৬ শত ২১ জন গরীব ও দু:স্থ পরিবারদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার (চাউল) প্রদান করা হয়েছে।
বুধবার (১৪ জুলাই) সকালে বান্দরবান পৌর কার্যালয়ে গরীব, কর্মহীন ও দু:স্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর এই ঈদ উপহার ভিজিএফ চাউল প্রদান করা হয়। এসময় বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর এই মানবিক ঈদ উপহার প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, করোনাকালীন কিংবা যে কোনো দুর্যোগে বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের পাশে, আছেন ও থাকবেন। তিনি আরও বলেন, বর্তমান করোনাকালেও দেশের কোনো মানুষ যাতে খাবারসহ যে কোনো বিষয়ে কষ্ট না পায় সে ব্যাপারে প্রধানমন্ত্রী অত্যন্ত সজাগ ও আন্তরিক। মানুষের কষ্ট লাঘবে সরকার যেকোনো ধরনের সহায়তা দিয়ে এগিয়ে আসছে, আগামীতেও এ সহায়তা অব্যাহত থাকবে।

পৌরসভা মেয়র বলেন, বুধবার বান্দরবান পৌরসভার ৯টি ওয়ার্ডের জন্য প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার এক হাজার জনকে খাদ্যশস্য ও ভিজিএফ এর ৫ হাজার ৬২১জনকে খাদ্যশস্য বিতরণ করা হচ্ছে। তবে করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি রক্ষার জন্য উপকারভোগীদের পৌরসভায় না এসে তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দেয়া হবে। সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর, নারী কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ এ কাজ সমন্বয় করবেন।

এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজা সরোয়ার, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ, জেলা পরিষদ সদস্য তিং তিং ম্যা ও প্যানেল মেয়র সৌরভ দাশ শেখরসহ পৌরসভার কাউন্সিলর এবং মহিলা কাউন্সিলররা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ