• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় বাসচাপায় ২ শিশু নিহত, আহত ১ কমলনগরে গৃহবধূকে ঘর থেকে তুলে নেওয়ার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে সুন্নীয়াতের প্রত‍্যয়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী হয়েছেন মীর মো. আবু বাকার চরনিশিবয়ড়া কবরস্থানে জামায়াতের অনুদান প্রদান কুমিল্লা-৯ আসনে তরিকত ফেডারেশনের প্রার্থী হলেন সৈয়দ ড. রেজাউল হক চাঁদপুরী স্বপ্নসারথি দলের জীবন দক্ষতা উন্নয়ন সেশন ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ  অনুষ্ঠিত সোনাইপুল বাজার উন্নয়নে মেয়র রফিকুল আলমের আর্থিক অনুদান প্রদান কলাবতী শাড়ি আগামীতে রপ্তানি হবে – শাহ্ মোজাহিদ মাটিরাঙার দুই ইটভাটায় দেড় লাখ টাকা জরিমানা সিরাজগঞ্জে  বিশ্ব মৃত্তিকা দিবস  উপলক্ষ্যে র‍্যালি  প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠি

প্রতিপক্ষের হামলায় নিহত ১ আহত ২

অলিউল্লাহ রাজশাহী: / ৪২৬ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ১৪ জুলাই, ২০২১

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সোনাদীঘি এলাকায় আত্মীয়ের জানাজা শেষে ফেরার পথে প্রতিপক্ষের হামলায় তসলিম উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। একই হামলায় তসলিমের ছেলে নয়নও (২২) গুরুত্বর আহত হয়েছেন।

বুধবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার সোনাদীঘি আদাড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান আত্মীয়ের জানাজা শেষ করে বাড়ি ফিরছিলেন তসলিম উদ্দিন ও তার পরিবারের কয়েকজন। পথিমধ্যেই প্রতিবেশী প্রতিপক্ষ আবদুল কাদের মিনুর সাথে তাদের দেখা হয়। প্রতিপক্ষ মিনু জমি সংক্রান্ত বিষয় নিয়ে তসলিমকে অকথ্য ভাষায় গালিগালাজ শোনালে তাদের বাকবিতন্ডা হয়। এ অবস্থায়
মিনু তার লোকজন নিয়ে তসলিম উদ্দিন ও তার ছেলের ওপর হাসুয়া ও চাকু দিয়ে হামলা চালান। এতে তসলিম ও তার ছেলে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন।
আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে উপজেলা (প্রেমতলী) স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তসলিমকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী মডেল থানার ওসি বলেন, ‘হামলাকারী মিনুর এক ছেলে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তার পরিবারের অন্য সবাই পলাতক। তাদের আটকের চেষ্টা চলছে। আর নিহত তসলিমের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ নিয়ে থানায় একটি হত্যা মামলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ