প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৩, ৮:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২২, ৩:৫৮ পি.এম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য জশনে জুলুছ

নানা আয়োজনে খাগড়াছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুছ র্যালি হয়েছে নানা আয়োজনে খাগড়াছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুছ র্যালি হয়েছে। রবিবার সকালে খাগড়াছড়ি আহলে সুন্নাত ওয়াল জামা’আতের আয়োজনে খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠ প্রাঙ্গণ থেকে জশনে জুলুছের র্যালি শুরু হয়। খাগড়ছড়ি আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. রফিকুল আলমের নেতৃত্বে র্যালিটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে কেন্দ্রীয় ঈদগাহে এসে শেষ হয়।
এসময় ধর্মপ্রাণ মুসল্লিরা নানা রঙ-বে-রঙের ব্যানার ফেস্টুন ও কলেমা খচিত পতাকা নিয়ে ‘নারায়ে তাকবির আল্লাহু আকবর, নারায়ে রিসালাত ইয়া রাসুলাল্লাহ’ ধ্বনিতে শ্লোগান দিতে থাকে। এতে মুখরিত হয়ে উঠে পুরো খাগড়াছড়ি শহর।
এম/এস
সম্পাদক ও প্রকাশক : এম শাহিন আলম ইমন।।
[email protected]
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত