• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম
দক্ষিণ কোরিয়া জিমন্যাস্টিকস প্রশিক্ষণে বাংলাদেশের টিমের ১০ জনই কোয়ান্টাম শিক্ষার্থী জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন চকরিয়ার হারবাং এ গলায় ফাঁস দিয়ে এক মেয়ের আত্মহত্যা সিএমএসএমই উদ্যোগসমূহে ক্লাস্টার ভিত্তিক অর্থায়ন বিষয়ক কর্মশালা চকরিয়ায় বাসচাপায় ২ শিশু নিহত, আহত ১ কমলনগরে গৃহবধূকে ঘর থেকে তুলে নেওয়ার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে সুন্নীয়াতের প্রত‍্যয়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী হয়েছেন মীর মো. আবু বাকার চরনিশিবয়ড়া কবরস্থানে জামায়াতের অনুদান প্রদান কুমিল্লা-৯ আসনে তরিকত ফেডারেশনের প্রার্থী হলেন সৈয়দ ড. রেজাউল হক চাঁদপুরী স্বপ্নসারথি দলের জীবন দক্ষতা উন্নয়ন সেশন ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ  অনুষ্ঠিত

দীঘিনালায় ২০২১-২২ অর্থ বছরে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন ইউএনও ফাহমিদা মুস্তফা

মোঃ মহাসিন মিয়া, নিজস্ব প্রতিনিধি (দীঘিনালা)  / ২০৪ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় জাতীয় শুদ্ধাচার পুরস্কার নীতিমালা অনুযায়ী ২০২১-২২ অর্থবছরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা ক্যাটাগরিতে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা।

একজন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে সরকারি অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের সেবা, কর্মদক্ষতা ও মানবিক গুণাবলী অর্জন করছেন এই দক্ষ নারী কর্মকর্তা। সংশ্লিষ্টদের মতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন শুধু তাই নয়, একজন নারী ও মা হিসেবে এ অর্জন সকল নারীদের অনুপ্রেরণা বলে মনে করেন তাঁরা। শিক্ষক পিতার কন্যা প্রশাসনিক কর্মকর্তা ফাহমিদা মুস্তফা ২ সন্তানের জননী বলে জানা যায়।

শুধু তাই নয়, উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের শুরু থেকেই সরকারি দায়িত্ব ও নিজের সংসারের পাশাপাশি ফাহমিদা মুস্তফা অবৈধভাবে পাহাড় কাটা, বাল্যবিবাহ, বালু উত্তোলন, কৃষিজমির মাটি কাটা, সামাজিক ব্যাধি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জটিল কোনো অভিযোগ পেলেই তার উপর অর্পিত দায়িত্ব পালনে পিছপা হননি এই দক্ষ নারী কর্মকর্তা।

তাছাড়া মুজিববর্ষের উপহার গৃহহীন পরিবারের মাঝে দুর্যোগ সহনীয় ঘর উপকার ভোগীদের হাতে পৌছাতে ছুটে চলেছেন দূর্গম পাহাড়, ঝিরি ও খালবিল পারি দিয়ে। অতঃপর কৃতিত্বের সাথে একজন নারী কর্মকর্তা হিসেবে অর্জন করেছেন জাতীয় শুদ্ধাচার পুরস্কার।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ