মোঃ মহাসিন মিয়া, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাজারমূল্য নিয়ন্ত্রণ রাখতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
১৮ সেপ্টেম্বর (সোমবার) বিকেলে উপজেলার থানা বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসনাত খাঁন।
এ সময় থানা বাজারের মুদি দোকান ব্যাবসায়ীদের আলু, ডিম, তেল, পেঁয়াজ সহ অনান্য সামগ্রীর উচ্চ মূল্য নিয়ন্ত্রণে রাখতে নির্দেশ প্রদান সহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় একজন ব্যবসায়ীকে অর্থদণ্ড করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর তৎজিম চাকমা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহ মোফাচ্ছের হক প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক : এম শাহিন আলম ইমন।।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত