সরকারি ব্যবস্থাপনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বাংলাদেশের প্রথম টেস্ট টিউব বেবির (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) জন্ম দিয়ে অসাধারণ এক অর্জন করলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বন্ধ্যাত্ব বিশেষজ্ঞরা। দারুণ এক ইতিহাস সৃষ্টি করেছেন তাঁরা। জন্মের পর শিশুটি সুস্থ আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর)বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক। তিনি জানান, ‘হাসপাতালের বন্ধ্যত্ব বিশেষজ্ঞদের প্রচেষ্টায় বাংলাদেশে প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় জন্ম নিয়েছে টেস্ট টিউব শিশু। প্রায় দুই সপ্তাহ আগে জন্ম নেয় শিশুটি। বর্তমানে শিশুটি অধ্যাপক ফাতেমা রহমানের তত্ত্বাবধানে আছে।
তিনি আরও বলেন, সরকারি কোনো হাসপাতালে এ প্রথম কোনো টেস্ট টিউব বেবির জন্ম হলো। স্বাস্থ্যমন্ত্রী এ বিষয়ে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে বিস্তারিত জানাবেন।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ২৫ জানুয়ারি ইংল্যান্ডে প্রথম টেস্টটিউব শিশুর জন্ম হয়। এরপর ২০০১ সালে বাংলাদেশে প্রথম টেস্টটিউব বেবি জন্ম হয়। এরপর বেসরকারিভাবে কিছু হাসপাতালে ধারাবাহিকভাবে এটি হলেও সরকারিভাবে ঢাকা মেডিকেল কলেজে এটি প্রথম শিশু।
সম্পাদক ও প্রকাশক : এম শাহিন আলম ইমন।।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত