সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ (রাজবাড়ি)
রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা পুলিশের সফল অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানা ভুক্ত ০৭ জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ৮ই সেপ্টেম্বর বিকালে এ তথ্য জানিয়েছেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার। এসময় তিনি জনান, বৃহস্পতিবার ৭ই সেপ্টেম্বর গভীর রাতে দৌলতদিয়ার পুরাভিটা সহ আশপাশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে, এএসআই আব্দুল আলীম, এএসআই সোহাল রানা, এএসআই মোঃ ফারুক হোসেন, এএসআই মোঃ শফিউল আলম, এএসআই মোঃ দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ ১। গোলাম মোস্তফা (৩৫) ২। ঝর্না বেগম (৩০),৩। মোঃ বক্কার সরদার (২৪), ,৪। জাহাঙ্গীর শেখ (২৫), ৫। মো: বাবুল (২৭) ৬। মো: জনি সেক (২২) ৭। মোঃ জাহাঙ্গীর শেখ (২৫), কে আটক করে। এরা সবাই গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ইউনিয়নের বাসিন্দা। তাদের প্রত্যকের নামে গোয়ালন্দ থানায় একাধিক মামলা রয়েছে। পরে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : এম শাহিন আলম ইমন।।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত