• বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
অবরোধে নাশকতা প্রতিরোধে মাাঠে প্রশাসন-পুলিশ নাটোর-১আসনে ওয়ার্কাস পার্টির মনোনয়নপত্র জমা দিলেন ইব্রাহিম খলিল কমলনগর মডেল মসজিদের কাজ শুরু না হওয়ায় ক্ষিপ্ত সাধারণ মুসল্লী মোংলায় রাসপুজা উৎসবে নৌকায় ভোট চাইলেন হাবিবুন নাহার মোংলায় ব্র্যাকের উদ্যোগে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সভা মনোনয়নের পর বীরের বেশে শেরপুরে ফিরলেন হুইপ আতিক, ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত নবাগত উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তারের মতবিনিময় সভা দৌলতদিয়ায় নারী ও শিশুর সুরক্ষা ও ক্ষমতায়ন প্রকল্প পরিচিত কর্মশালা চিপসের প্যাকেটে ফ্রি বেলুন, গলায় আটকে শিশুর মৃত্যু রাঙ্গামাটিতে জেলা শিক্ষা অফিসারের সাথে সনাক-টিআইবি’র অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে বিএনপির সাবেক এমপির বাড়িতে হামলার অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক: / ৩৯৯ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ২৩ মে, ২০২২

কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি বিএনপির নেতা ওয়াদুদ ভূইয়ার খাগড়াছড়িস্থ বাসভবনে দুই দফা হামলার চেষ্টার হয়েছে। এ ঘটনায় একজনের নাম উল্লেখসহ  ৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। 

তবে ঘটনার ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও পুলিশ আসামিদের গ্রেফতার করতে পারিনি। এ নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। পক্ষান্তরে পুলিশ বলছে আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।
বিএনপির নেতা ওয়াদুদ ভূইয়ার সহকারী মাসুম রানা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত পৌনে ১০টার দিকে জেলার শহরের চিহিৃত সন্ত্রাসী মো: তানভীনের নেতৃত্বে ৭/৮ জন সন্ত্রাসী পাঁচটি মোটরসাইকেলে করে খাগড়াছড়ি শহরের কলাবাগানস্থ ওয়াদুদ ভূইয়ার বাসভবনে বৈঠক ঘরের সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে চলে যায়।

পরে রাত ১১টার দিকে পুনরায় উল্লেখিত সন্ত্রাসীরা পাঁচটি মোটরসাইকেলে করে এসে  এস অকথ্য ভাষায় গালিগালাজ করে বাসায় ঢিল ছুড়তে থাকে। এ সময় ওয়াদুদ ভূইয়ার সহকারী মাসুম রানা বাসা থেকে বের হলে তাকে মোটরসাইকেলে করে তুলে নেওয়ার চেষ্টা করে তারা। মাসুম রানার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, মো: তানভীর খাগড়াছড়ি জেলা শহরের মাস্টার পাড়ার বাসিন্দা ফিরোজ আহম্মদের ছেলে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রশীদ জানান, ঘটনায় রবিবার মামলা রেকর্ড হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

অভিযোগ রয়েছে, এর আগেও জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার খাগড়াছড়ি শহরের বাসভবন বৈঠকে কয়েক দফা হামলা ও ভাংচুর হয়েছিল। তারই ধারাবাহিকতায় কিছু দিনে আগেও এক সন্ত্রাসী বাসা ঢুকে হামলার চেষ্টা চালায়।

এদিকে একের পর এক হামলার ঘটনায় দলীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

ওয়াদুদ ভূইয়ার বাস ভবনের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার বলেন, এ ঘটনা পরিকল্পিত। চিহ্নিত মহল ওয়াদুদ ভূইয়ার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে খাগড়াছড়ি জেলা বিএনপির নেতাকর্মীরা রাস্তায় নামতে বাধ্য হবে।
এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ